Saturday, August 23, 2025

সন্ত্রাসবাদ ইস্যুতে এবার চিনকে কড়া বার্তা দিল কোয়াড জোট (QUAD)। শুক্রবার দিল্লিতে জি ২০ বৈঠকের (G20 Meet) মধ্যেই কিছুটা সময় বের করে আলোচনায় বসেন কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা। আর সেই বৈঠকেই নাম না নিয়ে চিনকে আক্রমণ করল গোষ্ঠীর সদস্যরা। আমেরিকা (America), অস্ট্রেলিয়া (Australia), জাপান (Japan) এবং ভারতকে (India) নিয়েই গঠিত ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ (Quadrilateral Security Dialogue) বা কোয়াড জোট। তবে বিশ্লেষকদের মতে, মূলত চিনের বাড়বাড়ন্তকে সামনে রেখেই একজোট হয়েছে চারটি দেশ।

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অংশ নেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। আর সেই বৈঠক থেকেই কড়া বার্তা দেওয়া হয় চিনকে (China)। উল্লেখ্য, চিনের বর্তমান গতিবিধি বেশ চিন্তায় রাখছে ভারত সহ অন্যান্য দেশকে। পাশাপাশি তালিবান প্রত্যাবর্তনের পর থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (Kashmir LAC) ভারতের চিন্তা বাড়াচ্ছে। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়ছে ‘এলএসি’ বরাবর চিনা সৈন্যদের উপস্থিতি। আর সেকারণেই রাফালের ঘাঁটি হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা ও হাসিমারায় তৈরি করা হয়েছে।

পাশাপাশি অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সীমান্তে মোতায়েন হয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র। ফলে ভারতও যে কোনও অংশে কম নয় এবং তারাও যে পাল্টা আক্রমণ শানাতে প্রস্তুত তাও এদিনের বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়। আর জি ২০ বৈঠকের মাঝেই কোয়াড গোষ্ঠীর কড়া বার্তা বেশ খানিকটা ‘ব্যাকফুটে’ ফেলল চিনকে।

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version