Tuesday, November 11, 2025

যদি ঠাণ্ডাই বা পাঞ্জাবি কাজু লস্যির চুমুক দিয়ে হোলির ফ্লেভার এ মজে যাওয়া যায়? অথবা মন কাড়া স্বাদবাহারি মিষ্টির কামড়, আর চটপটা টক মিষ্টি তেঁতুল ভেজানো ফুচকা, নয়তো বাহারি স্ন্যাকস দিয়ে উৎসবের শুভারম্ভ করা যায়, কেমন হবে? ঠিকই শুনছেন, রঙ এর মতই এমনই সব রঙিন খাবার নিয়ে হাজির হয়েছে অ্যাক্রোপলিস “রঙ বারসে” প্রি- ফুড ফেস্টিভ্যাল। যদি হোলির আগে এই রঙিন খাবার পরখ করে দেখতে হয়, তাহলে একবার ঢু মারতেই হবে অ্যাক্রোপলিস মলে।

রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেড এফএম এবং কমিউনিটি পার্টনা ভোজ আড্ডা। ২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল চলবে। হোলি এবং দোলযাত্রার আনন্দে এই বিশেষ প্রি ফুড ফেস্টিভ্যাল “রং বারসে” এর আয়োজন।

উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং অ্যাক্রোপলিস মলের জিএম কে ভিজয়ন।

রঙ বারসের এই – হোলি স্পেশাল প্রি ফুড ফেস্টিভ্যালে থাকছে স্ন্যাকস, মটন বটি কাবাব, মটন পেয়ারে কাবাব, চিকেন কাবাব চিজ র‍্যাপ, কাজু কিশমিশ পাঞ্জাবি লস্যি, রাবড়ি কুলফি, চাট, ফুচকা, হোলি স্পেশাল মিষ্টি দই সহ শেষ পাতে স্মোকি পান সহ নানা আইটেম। যা ভোজনরসিকদের অবশ্যই প্রলুব্ধ করবে। এই সব জিভে জল আনা খাবার নিয়ে হাজির হয়েছে কলকাতার সব নামিদামি ১০টি খাবারের সংস্থা। – আর কে চ্যাট সেন্টার, দইওয়ালা, রয় প্যান, ক্যালকাটা ডেলিকেসিস, হট লেবানিজ, পেয়ারে কাবাব, কোটালস সত্যনারায়ণ, পৌষ পাবন, ডিমওয়ালা, সিকদার জুস এন্ড মক্টেল এর মতো সংস্থারা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version