Thursday, August 21, 2025

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হু*ক্কা বা*রে ‘না’! কড়া আইন আনার পরিকল্পনা রাজ্যের  

Date:

শহরে হুক্কা বার (Hookah Bar) বন্ধের সিদ্ধান্তে অনড় কলকাতা পুরসভা (KMC)। নতুন প্রজন্মের সুস্থতার জন্য আগেই হুক্কা বার বন্ধের পক্ষে সওয়াল করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। আর এবার শিক্ষা প্রতিষ্ঠানের (Educational Institution) সামনে হুক্কা বার নিষিদ্ধ করতে নয়া আইন (Law) আনার ভাবনা রাজ্য সরকারের। জানা গিয়েছে, তামাকজাত দ্রব্য নিয়ে রাজ্যে যেমন আইন রয়েছে ঠিক তেমনই এবার হুক্কা নিয়েও নির্দিষ্ট আইন আনতে চলেছে সরকার। রাজ্যের তরফে সাফ জানান হয়েছে, হুক্কা নিয়ে রাজ্যে কোনও কড়া আইন নেই। আর সেকারণেই শহরের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একাধিক হুক্কা বার। কিন্তু এতে বড় ক্ষতি হচ্ছে যুব সমাজের (Young Generation)। আর সেকারণেই কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত রাজ্যের।

সম্প্রতি কলকাতার হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর সেই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বারের মালিকরা। প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হুক্কা বার বন্ধের নির্দেশের বিপক্ষে রায় দেয়। পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে। সে ক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য, রাজ্যে এই ধরনের কোনও নিয়ম নেই। তাই হুক্কা বার বন্ধ করতে গেলে আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। আর হাইকোর্টের দেখানো পথেই এবার হুক্কা বার বন্ধের জন্য আইন সংশোধন করতে চলেছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, হুক্কা বার নিয়ে রাজ্যে নির্দিষ্ট আইন তৈরির প্রয়োজন রয়েছে। তামাকজাত দ্রব‌্য নিয়ে যেমন আইন রয়েছে তেমনই হুক্কা নিয়েও নির্দিষ্ট আইন আনবে রাজ‌্য সরকার। তা না আনলে আগামী দিনে পাড়ার মোড়ে মোড়ে হুক্কা বার গজিয়ে উঠবে। আর নতুন প্রজন্মের সুস্থতার জন‌্য হুকা বার শীঘ্রই বন্ধ করা উচিত। শুক্রবার ফিরহাদ হাকিম বুঝিয়ে দিয়েছেন, শহরে হুক্কা বার বন্ধের সিদ্ধান্তে অনড় কলকাতা পুরসভা।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version