ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে জিতল আর্সেনাল।যে বোর্নমাউথ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে শুধু একটিতে জিততে পেরেছে, তারাই কিনা লিগের শীর্ষে থাকা গানারদের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ ২০২২-২৩ আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি

পরে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা ফেরানোর পর রেফারি শেষ বাঁশি বাজানোর আগের মুহূর্তে দূরপাল্লার বুলেট গতির শটে জাল কাঁপান তরুণ রেইস নেলসন। ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে ম্যাচটা আর্সেনাল জিতে নিয়েছে ৩–২ ব্যবধানে।
পয়েন্টে নিরিখে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৬৩, গার্দিওলার সিটির ৫৮। এই জয়ের পর বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলো আর্সেনাল।

বিস্তারিত আসছে……
