Tuesday, November 4, 2025

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের জেরে শাস্তি দেওয়া হল চার টিএমসিপি নেতাকে। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে চলতি সিমেস্টারের জন্য দুই টিএমসিপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিযুক্ত তৃণমূল পরিষদের ছাত্র নেতাদের হোস্টেলে থাকার ওপর।

তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।পাল্টা টিএমসিপির দাবি, বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপ। অন্যদিকে, কিছু দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, কলেজ স্ট্রিট অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছে টিএমসিপি।

অভিযোগ,  গভীর রাতে  প্রেসিডেন্সির ঐতিহ্যশালী হিন্দু হস্টেলে  বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, বৃহস্পতিবার দুপুরে কলেজ স্ট্রিটের চার মাথা মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা।   শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্ট্রিটের চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ করা হয় কলেজ স্ট্রিটের মোড়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার জেরে হিন্দু হস্টেল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version