আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দপ্তরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে। ওই সময়ে ৬ টি দফতরের দফাওয়ারি বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে। সরকার পক্ষের আনা তিনটি বিলের উপরেও আলোচনা হবে বলে বৈঠকে স্থির হয়েছে।

স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এবং স্পিকারের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি শাসকদলের আনা আস্থা প্রস্তাব এই দুই নিয়ে আসন্ন অধিবেশনে সরগরম হতে চলেছে। বিধানসভার পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, আদৌ বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হবে কি না।

বিজেপির পরিষদীয় দল স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, স্পিকার শাসকদলের মুখের দিকে তাকিয়ে বিধানসভায় নানা রুলিং দেন। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ করেছেন, বিধানসভাতে স্পিকার কী করবেন, কী বলবেন, তার জন্য মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। বিধানসভা যে বিরোধীদেরই, স্পিকারের ভূমিকা দেখে তা বোঝা যায় না। এই অভিযোগকে সামনে রেখেই বিজেপি অনাস্থা প্রস্তাব এনেছে।

বিজেপির পরিষদীয় দলের বক্তব্য, শেষ পর্যন্ত হয়ত সরকারের নির্দেশেই বিধানসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে বিজেপি বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অধিকাংশ সময়ই বয়কট করেছে। একইসঙ্গে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী দলছুট বিজেপি বিধায়কদের বিরুদ্ধে আজ পর্যন্ত স্পিকার কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ।
