Tuesday, August 26, 2025

গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র (Sanskrit Chant) ও গীতা-রামায়ণ (Gita Ramayan) পাঠ করতে হবে মহিলাদের। যাতে গর্ভস্থ শিশুরা (Babies in Womb) জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। পাশাপাশি হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও নাকি পালটে দেওয়া যায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমনই পদক্ষেপ আরএসএস-এর (RSS)। আর এমন সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে আরএসএসকে।

‘সম্বর্ধিনী ন্যাস’ (Samvardhinee Nyas) নামে আরএসএসের মহিলা শাখা সংগঠন এই নতুন প্রকল্পকে কার্যকরী করার উদ্যোগ নিয়েছে। তাঁরা জানিয়েছেন এবার মাতৃগর্ভেই এবার ভারতীয় সংস্কৃতি শিখবে শিশুরা। আর সেকারণেই ভগবান রাম, হনুমান, শিবাজীর মতো স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী শোনানো হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আরএসএস-র পক্ষ থেকে জানান হয়েছে, গর্ভ সংস্কার (Garbha Sanskar) নামে এই প্রকল্পের মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের সঙ্গে কথা বলবেন স্ত্রীরোগ চিকিৎসকরা। আর জন্মের আগে থেকেই গর্ভস্থ সন্তানদের বার্তা দেওয়া হবে, কীভাবে দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন কথাই জানিয়েছেন সম্বর্ধিনী ন্যাসের আয়োজক মাধুরী মারাঠে (Madhuri Marathe)।

পাশাপাশি গর্ভস্থ অবস্থায় শিশুদের ডিএনএও (DNA) পালটে দেওয়া যায় বলে দাবি করেছে সম্বর্ধিনী ন্যাস। তাঁদের মতে, গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র ও গীতা-রামায়ণের পাঠ করতে হবে মহিলাদের। কারণ গর্ভস্থ শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও পালটে দেওয়া যায়। প্রাথমিকভাবে অন্তত ১ হাজার গর্ভবতী মহিলার সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সম্বর্ধিনী ন্যাসের। গর্ভ সংস্কার নামে এই প্রকল্পের প্রচারে ইতিমধ্যেই জেএনইউ ক্যাম্পাসে (JNU) একটি সম্মেলনের আয়োজন করে সম্বর্ধিনী ন্যাস। ১২টি রাজ্য থেকে প্রায় ৮০ জন আয়ুর্বেদ বিশারদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিয়েছেন।

 

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version