Sunday, August 24, 2025

অ্যা*ডিনো নিয়ে অযথা ‘আ*তঙ্ক’ নয়! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

অ্যাডিনো ভাইরাস (Adenovirus) নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হবেন না। অ্যাডিনো থেকে বাঁচতে করোনার মতোই মাস্ক (Mask) পরতে এবং বিশেষ করে শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় (Assembly) রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের পর একটা রিয়্যাকশন হচ্ছে। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। দয়া করে আতঙ্কিত হবেন না।

এরপরই মমতা বলেন, ১৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩জনের কোমর্বিডিটি ছিল। রাজ্যে ৬জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসের কারণে। ছোটদের আমি খুব ভালবাসি। আবার কয়েকদিন মাক্স ব্যবহার করুন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কোভিডকালের তুলনায় বর্তমানে স্বাস্থ্য পরিষেবা আরও অনেক উন্নত হয়েছে। এরপরই বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই বলছেন এসএনসিইউ (SNCU) নেই, কিন্তু সিপিএম জমানায় জিরো ছিল। বর্তমানে ১৩৮টি হাসপাতালে ২৪৮৬টি এসএনসিইউ রয়েছে।

পাশাপাশি অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের রেফার না করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জায়গার অভাবে চিকিৎসা সম্ভব না হলে টেলিমেডিশিন (Tele Medicine) পদ্ধতিতে শিশুদের সুস্থ করে তুলতে হবে। একইসঙ্গে সরকারি হাসপাতালগুলিকে মুখ্যমন্ত্রীর আর্জি, শিশুরা তেমন ক্রিটিক্যাল হলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই রেফার করবেন। তার আগে নয়। উল্লেখ্য, অ্যাডিনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই স্বাস্থ্য দফতরকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনো ভাইরাসের প্রকোপে শিশু মৃত্যু আটকাতে আগেই যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনকে কাজের নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version