Saturday, November 8, 2025

অনুব্রতর দিল্লি-যাত্রার জট কাটল! কোথা থেকে কার দায়িত্বে? নির্দেশ CBI আদালতের

Date:

Share post:

গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) দিল্লি নিয়ে যাওয়ার বিষয় জট কাটল! আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে কলকাতায় আনর ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনের হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখানে চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে হাসপাতালেই অনুব্রতকে ইডির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে দায়িত্ব নিতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে।

শুক্রবার, দিল্লির পরে শনিবার, কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) কার্যত খারিজ হয়ে যায় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর আবেদন। পাশাপাশি তাঁর ১লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁকে। কারণে, তিনি দুটি আদালতে একই মামলা করেন। নিজের ইচ্ছে মতো আদালত পছন্দ করার অভিযোগেই এই জরিমানা বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে। শনিবার হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী জানান, শারীরিক ভাবে অসুস্থ অনুব্রত। পাল্টা ইডি জানায়, প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে। অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি (Delhi) হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে। বিচারপতি বিবেক চৌধুরীর বলেন, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে বিমানে নিয়ে যাওয়া হবে দিল্লি।

দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন। মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য জরিমানা করেছেন বিচারপতি। শুক্রবার দিল্লি হাইকোর্টও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। একই আবেদন দুজায়গায় করা, যে আদালত পছন্দ হবে, সেখানে যাওয়া- এই সব নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টেও। তারপরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ছুটি বাতিল

 

 

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...