চতুর্থ টেস্টের আগে বিরাট-রোহিত উপদেশ গাভাস্করের

একটা গোটা দিনও ক্রিজে টিকতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যা একেবারেই মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কর।

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতীয় দল। প্রথম ইনিংসে সেই ম্যাচে প্রথম দিনেই ১০ উইকেট চলে গিয়েছিল ভারতীয় দলের। একটা গোটা দিনও ক্রিজে টিকতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যা একেবারেই মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কর। চতুর্থ টেস্টে ভারত নামার আগে ভারতীয় ব্যাটারদের শিক্ষক হয়ে উঠলেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারের রোহিতদের শিক্ষক হয়ে গাভাস্কর বলেন,” ব্যাট ধরার সময় যে হাত উপরের দিকে থাকে, সেটা ঠিক করে দেয় ব্যাট কোন দিকে যাবে। আর নীচের দিকে যে হাত থাকে সেটা ঠিক করে ব্যাটের গতি। তাই ব্যাট চালানোর গতি কমাতে হলে নীচের হাতটা মাঝের দিকে রাখা উচিত। উপরের হাত ঠিক করে দেবে ব্যাট সোজা আসবে নাকি আড়াআড়ি।”

আরও একটি উপদেশ দেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “একটু ঝুঁকে ব্যাট করা উচিত। বলের সঙ্গে কথা বলার মতো করে ঝুঁকতে হবে। ভাল উইকেটরক্ষক যেমন বলের বাউন্সের সঙ্গে ওঠে, তেমনই ব্যাটারকে ঝুঁকতে হবে। মাথাটাকে বলের লাইনে রাখতে পারলে কোন দিকে শট খেলব সেটা সহজে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু কোনও ব্যাটার যদি বেশি না ঝোঁকে তা হলে স্পিনারদের বিরুদ্ধে খেলতে অসুবিধা হবে।”

আরও পড়ুন:কোহলিকে নিয়ে ‘বিরাট’ মন্তব্য পন্টিং-এর


 

Previous articleদোলের দিন মেঘালয় ও নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ, সাক্ষী প্রধানমন্ত্রী
Next articleEntertainment : মান অভিমান অতীত, ফাগের রঙ মিশল রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্যে !