Wednesday, November 5, 2025

ফের শিশু মৃ*ত্যু, সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার !

Date:

ক্রমাগত ভয়াবহ চেহারা নিচ্ছে অ্যাডি*নো ভাই*রাস (Ade*no Vir*us)। একের পর এক শিশুর মৃ*ত্যুর জেরে আ*তংক ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। এই ভাই*রাসের পাশাপাশি নিউমোনিয়ার মা*রন থাবাও ক্রমশ চওড়া হচ্ছে। বেসরকারি মতে, এখনও পর্যন্ত অ্যা*ডিনো ভাই*রাস, নিউ*মোনিয়া ও শ্বাসকষ্টে, রাজ্যে বহু শিশুর মৃ*ত্যুর খবর সামনে এসেছে। শুধুমাত্র বি সি রায় শিশু হাসপাতালেই (BC Roy Hospital) মৃ*ত্যু হয়েছে ৪৫ শিশুর। দোলের দিন ফের এক শিশুর মৃ*ত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital)। এই নিয়ে দু’মাসে রাজ্যে মৃ*ত্যু হল ১১৩ জন শিশুর। জরুরী পরিস্থিতির কথা মাথায় রেখে এবার স্বাস্থ্যকর্মীদের (Health Workers) ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের (Government of West Bengal)।

বালির বাসিন্দা পাঁচ বছরের শিশু কন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। জ্বর সর্দি কাশি নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা। রবিবার শিশু কন্যাকে বিসি রায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। নিউমোনিয়ার জেরেই পাঁচ বছরের শিশুর মৃ*ত্যু বলে হাসপাতাল সূত্রে খবর। ডাক্তাররা বলছেন বুকে কফ জমে গিয়ে বাড়াবাড়ি হয়। হাজার চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা করা সম্ভব হয়নি। জেলা থেকে শহরে আর কত মায়ের কোল এভাবে খালি হবে তার কোনও ইয়ত্তা নেই। অ্যা*ডিনো-আত*ঙ্কের মধ্যেই নিউমো*নিয়ার দাপুটে ইনিংসের জেরে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রনে আসছে ততক্ষণ পর্যন্ত শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল রাজ্য। সূত্রের খবর সরকারি হাসপাতালে শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীরা আপাতত কোনও ছুটি নিতে পারবেন না। যদিও বেসরকারি হাসপাতাল এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কী পদক্ষেপ করবে সেটা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version