Saturday, May 3, 2025

মহারাজের চরিত্রে ফাইনাল হল নাম, সৌরভের বায়োপিকে বিখ্যাত বলি সুপারস্টার!

Date:

বাংলার দাদাকে (Saurav Ganguly) নিয়ে বাঙালির আগ্রহ চিরন্তন। লর্ডসের বুকে দাদাগিরি দেখানো হোক কিংবা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে গোটা দেশকে বাঙালির ক্রিকেট পাঠ শেখানো, সবেতেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বেহালার ছেলেটা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) জীবন, ক্রিকেট জীবনের সংগ্রাম, খেলোয়াড় থেকে প্রশাসকের দক্ষ ভূমিকা পালন, বিনোদন জগতের (Entertainment Industry) আগ্রহের কারণ বটে। তাই একবার যখন জানা গেছিল মহারাজের জীবন নিয়ে সিনেমা হবে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। দাদার সমর্থকেরা জানতে চেয়েছিলেন কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন? সৌরভের ব্যক্তিগত পছন্দের তালিকায় রণবীর কাপুরের (RK) নাম বারবার উঠে এলেও, সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসে ঋষি পুত্র জানিয়ে দিয়েছেন তিনি এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না। ফের ধোঁয়াশা বাড়তে থাকে। অবশেষে ফাইনাল হল নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ কাজ নয়। কারণ ২২ গজের বাঙালির মহানায়ক শুধু ইতিহাস নয় বিপক্ষের বলকে স্টেপ আউট করে বাউন্ডারির ওপারে পাঠিয়ে সৃষ্টি করতেন মহাকাব্য। তাই যিনি সৌরভের চরিত্রে অভিনয় করবেন তাকে বাঁ হাতে ব্যাট করতে অত্যন্ত পারদর্শী হতে হবে যাতে দর্শকের কাছে চরিত্রের নির্ভরযোগ্যতা তৈরি হয়। আর এখানেই নতুন নাম উঠে এসেছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। নানা ধরনের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই অভিনেতা। সূত্র বলছে বলিউডের ভিকি ডোনার সৌরভের ভূমিকায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আয়ুষ্মান নিজে ক্রিকেট পছন্দ করেন, খেলতেও পারেন। বাঁ হাতে তিনি বেশ স্বচ্ছন্দ্য, পাশাপাশি বাঙালি লুকেও তাঁকে বেশ মানানসই লাগবে বলেই মনে করেন তাঁর অনুরাগীরা। তাই অংকের হিসেব বলছে দুই আর দুই মিলে যাচ্ছে। এই খবরের সিলমোহর পড়া আর মাত্র সময়ের অপেক্ষা।


 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version