Monday, August 25, 2025

মহারাজের চরিত্রে ফাইনাল হল নাম, সৌরভের বায়োপিকে বিখ্যাত বলি সুপারস্টার!

Date:

বাংলার দাদাকে (Saurav Ganguly) নিয়ে বাঙালির আগ্রহ চিরন্তন। লর্ডসের বুকে দাদাগিরি দেখানো হোক কিংবা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে গোটা দেশকে বাঙালির ক্রিকেট পাঠ শেখানো, সবেতেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বেহালার ছেলেটা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) জীবন, ক্রিকেট জীবনের সংগ্রাম, খেলোয়াড় থেকে প্রশাসকের দক্ষ ভূমিকা পালন, বিনোদন জগতের (Entertainment Industry) আগ্রহের কারণ বটে। তাই একবার যখন জানা গেছিল মহারাজের জীবন নিয়ে সিনেমা হবে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। দাদার সমর্থকেরা জানতে চেয়েছিলেন কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন? সৌরভের ব্যক্তিগত পছন্দের তালিকায় রণবীর কাপুরের (RK) নাম বারবার উঠে এলেও, সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসে ঋষি পুত্র জানিয়ে দিয়েছেন তিনি এরকম কোনও প্রজেক্টে কাজ করছেন না। ফের ধোঁয়াশা বাড়তে থাকে। অবশেষে ফাইনাল হল নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ কাজ নয়। কারণ ২২ গজের বাঙালির মহানায়ক শুধু ইতিহাস নয় বিপক্ষের বলকে স্টেপ আউট করে বাউন্ডারির ওপারে পাঠিয়ে সৃষ্টি করতেন মহাকাব্য। তাই যিনি সৌরভের চরিত্রে অভিনয় করবেন তাকে বাঁ হাতে ব্যাট করতে অত্যন্ত পারদর্শী হতে হবে যাতে দর্শকের কাছে চরিত্রের নির্ভরযোগ্যতা তৈরি হয়। আর এখানেই নতুন নাম উঠে এসেছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। নানা ধরনের চরিত্রে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই অভিনেতা। সূত্র বলছে বলিউডের ভিকি ডোনার সৌরভের ভূমিকায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আয়ুষ্মান নিজে ক্রিকেট পছন্দ করেন, খেলতেও পারেন। বাঁ হাতে তিনি বেশ স্বচ্ছন্দ্য, পাশাপাশি বাঙালি লুকেও তাঁকে বেশ মানানসই লাগবে বলেই মনে করেন তাঁর অনুরাগীরা। তাই অংকের হিসেব বলছে দুই আর দুই মিলে যাচ্ছে। এই খবরের সিলমোহর পড়া আর মাত্র সময়ের অপেক্ষা।


 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version