Thursday, August 28, 2025

মঙ্গলে নয়, বুধে দিল্লির আদালতে তোলা হবে, রাতে ইডি হেফাজতে অনুব্রত!

Date:

আসানসোল থেকে কলকাতা আনা হয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol)। জোকা ESI হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা হয় বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতির। চিকিৎসকদের থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই বিশেষ বিমানে অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেবে ED। তবে মঙ্গলবার নয়, বুধবার অনুব্রত মণ্ডলকে তোলা হবে আদালতে। মঙ্গলবার রাতে ইডি হেফাজতে থাকবেন অনুব্রত।

কলকাতায় নিয়ে আসার পথে বর্ধমানে শক্তিগড়ের রেস্তরাঁয় প্রাতরাশ সেরেছেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, সেখানে তাঁর প্রাতঃরাশ টেবিলে আরও তিন ব্যক্তি ছিলেন। তাঁদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলার সংবাদ’। পুলিশ সূত্রে খবর, অনুব্রতর নিরাপত্তার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি।

আদালতের নির্দেশ মতো এদিন সকালে অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় আসানসোল জেল কর্তৃপক্ষ। পথে শক্তিগড়ে এক বার থেমে জলখাবার খান অনুব্রত। মেনুতে ছিল কচুরি, ছোলার ডাল, ল্যাংচা ও রাজভোগ। সেই সময় ওই তিনজনকে ওই টেবিলে বসে খেতে দেখা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা ছিলেন তাঁরা। প্রায় দু’ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরে জোকা ইএসআইয়ের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলকে ফিট সার্টিফিকেট দেন। এরপরেই তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল থেকে বাইরে বের করা পরেই সেখানে উপস্থিত কিছু মানুষ ওই হট্টগোল শুরু করেন। অনুব্রতকে উদ্দেশ্য করে উড়ে আসে কটুক্তি। তবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইএসআই হসপিটাল থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকেই বিশেষ বিমানে তাঁকে নিয়ে দিল্লি রওনা হয় ইডি। সেখানে রাতে তিনি ইডি হেফাজাতেই থাকবেন বলে সূত্রের খবর। বুধবার তাঁকে তোলা হবে আদালতে। সেখানে ইডি অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইবে বলে সূত্রের খবর।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version