আজ রঙের উৎসব

নীল দিগন্তে পলাশের রং।দিকে দিকে গোলাপী-হলুদ-লাল আবিরে মাখামাখি। আজ রঙের উৎসব (Holi 2023)। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। কবিগুরুর কথায়, ‘আজ বসন্ত জাগ্রত দ্বারে..’, ‘খোল দ্বার খোল, লাগল যে দোল।’নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। আজ বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।

আরও পড়ুন:বসন্ত উৎসবের দিন সকাল থেকেই চড়ল তাপমাত্রার পারদ

নিউটাউনের রবীন্দ্র তীর্থে শুরু হয়ে গিয়েছে বসন্তোৎসব পালন। আজ রঙে রং মেলানোর দিন। রঙের উৎসবে সামিল হতে আজ সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অন্যদিকে, বিশ্বভারতীতে ‘বসন্তোৎসব’ বন্ধ হলেও, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন। সোনাঝুরিতে শুরু হয়েছে রঙের খেলা। এখানে দেশ, বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা ভিড় করেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডে জমিয়ে চলছে দোল খেলা। কলকাতার গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কেও শান্তিনিকেতনের আদলে বসন্তোৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠেছে কচিকাঁচারা।
মায়াপুরের ইস্কন মন্দিরেও সকাল থেকেই শুরু হয়েছে দোল উৎসব। দেশ, বিদেশের বহু ভক্ত ও পর্যটকরা এখানে ভিড় করেছেন।

 

 

Previous articleআবাস যোজনায় দুর্নীতি হয়নি, কেন্দ্রের সার্টিফিকেট এখন তৃণমূলের কাছে ট্রাম্পকার্ড
Next articleগোড়ালিতে অস্ত্রোপচার নেইমারের, অন্তত চার মাস মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার