Monday, November 10, 2025

অনেক আইনি টানাপোড়েনের পর গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে গিয়েছে ইডি (Enforcement Directorate)। আদালতের নির্দেশে আপাতত ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট। আসানসোলের জেলে থেকেও বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব পড়ছিল বলে অনেকেই দাবি করেন, কিন্তু এবার দিল্লি চলে যাওয়ায় জেলায় আর কোনও প্রভাবই থাকবে না অনুব্রতর, এমনটাই মনে করতে শুরু করেছেন অনেকেই।

তবে তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Seikh) মনে করেন অনুব্রতর দিল্লি যাওয়া না যাওয়ায় দলীয় সংগঠনের কোনও প্রভাব পড়বে না, কোনও পরিবর্তন হবে না। তাঁর কথায়, “বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।”

কাজল শেখের এই মন্তব্যের সঙ্গে অবশ্য সহমত পোষণ করেননি তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “দলটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কারও কোনও অস্তিত্ব নেই। কাজল কী বলেছে আমি জানি না। তবে এটাও ঠিক বীরভূম জেলায় আমরা দেখেছি, অনুব্রত মণ্ডল প্রচণ্ড পরিশ্রম করে দলটাকে দাঁড় করিয়েছে। তাই বীরভূম জেলায় তাঁর একটা ভূমিকা ছিল, আছে থাকবে। তাঁর না থাকায় কিছুটা তো প্রভাব পড়বেই।”

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version