Wednesday, November 5, 2025

ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা! শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বাম-কংগ্রেসের

Date:

দলের তরফে আগেভাগেই ঘোষণা হয়েছিল নাম। আর সেই মতোই বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Chief Minister of Tripura) হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মানিক সাহা (Manik Saha)। বুধবার আগরতলায় (Agartala) স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma), অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu), বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) এবং বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতারা। তবে নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপির বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে সিপিএম (CPIM) এবং কংগ্রেস (Congress)।

এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীসভার সদস্যরা হলেন, রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নেওটিয়া। নতুন মন্ত্রিসভায় স্থান পেল নতুন মুখ। তবে বাদ গিয়েছেন কয়েকজন মন্ত্রী। তাৎপর্যপূর্ণ, চরম আলোচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম নেই এই তালিকায়। ফলে তিনি রাজ্যের মন্ত্রী হবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। এর আগে একাধিকবার আলোচনায় উঠে এসেছিল প্রতিমা ভৌমিক (Pratima Bhoumik) ত্রিপুরার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু তা হল না। সূত্রের খবর, তিপ্রা মথার (Tipra Motha) তিনজন জয়ী প্রার্থী ক্যাবিনেটে জায়গা পেতে পারেন।

উল্লেখ্য, ত্রিপুরায় পরপর দুবার সরকার গড়ল বিজেপি। এ রাজ্যে গত বিধানসভা ভোটে টানা পঁচিশ বছরের বাম জমানার পতন হয়েছিল। একটানা কুড়ি বছর মুখ্যমন্ত্রীর পদে থাকার পর বিরোধী দলনেতা হিসেবে সংসদীয় রাজনীতিকে বিদায় জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এবারের নির্বাচনে তিনি ভোটে দাঁড়াননি। উপজাতি দল তিপ্রা মথার ভোট কাটাকাটির জেরে বিজেপির নিশ্চিত জয় এসেছে বলেই বিশ্লেষণে উঠে এসেছে। তবে ভোট পাওয়ার নিরিখে বাম-কংগ্রেস জোটের তুলনায় বেশি ব্যবধান নেই বিজেপির।

 

 

 

 

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version