Sunday, May 4, 2025

“নারীর অধিকার আমাদের অঙ্গীকার”! নারী দিবসে বিশেষ বার্তা রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর

Date:

বুধবার আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। আর এই বিশেষদিনে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইট করে সকলকে নারীদিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যে কোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।”

অন্যদিকে, বুধবার সকালে ফেসবুক পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার।” উল্লেখ্য, মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো একাধিক প্রকল্পের ফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

পাশাপাশি আন্তর্জাতিক মহিলা দিবসেও রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। বুধবার রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা৷ রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ৷ অন্তত ৩০০ করে বাড়িতে আজ যেতেই হবে তৃণমূলের মহিলা সদস্যদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা কতটা সুরক্ষিত সেই বার্তাই দেওয়া হবে।

এছাড়াও, রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। আজ বাড়ি-বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে জন সংযোগ সারবেন তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। আবিরের সঙ্গে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও।

 

 

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version