Wednesday, August 20, 2025

“একজন সৈনিক কখনো জিজ্ঞেস করে না দেশ তার জন্য কী করতে পারে, বরং বলে দেশের জন্য সে কী বলিদান দিতে পারে” – এই সংলাপ বলেই যিনি ভিলেনের খেল খতম করেছিলেন, সেই ‘পাঠান’ (Pathan) এবার নিজেই ভিলেন! পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) টুইটের পর থেকে অবশ্যই সেই জল্পনা বাড়ছে। এবার ‘ধুম ৪’ (Dhoom 4) নিয়ে আসছেন পরিচালক, আর সেখানেই থাকছেন কিং খান। তবে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এই সিরিজের পরবর্তী ‘চোর’ কি বলিউড বাদশা?

দোলের দিন নিজের আপকামিং প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক ‘সিদ্ধার্থ’ । তাঁর সিনেমা মানেই সেখানে মারকাটারি অ্যাকশন। রং এর উৎসবের দিনই তিনি জানান, ‘ধুম ৪’-এ প্রধান চরিত্রে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan)।মঙ্গলবার সন্ধেবেলা টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করে বলা হয় ‘ধুম ৪’-এ (Dhoom 4) অভিনয় করতে চলেছেন শাহরুখ খান (SRK)। ছবিতে ভিলেন কে হচ্ছেন, সেই ঘোষণাও আগামীকাল করা হবে।” যদিও ‘ধুম’ সিরিজের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর (Yash Raj Films) তরফে এই বিষয়ে কোনও ঘোষণা তখনও অবধি ছিল না।

এরপরই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। ধুম সিরিজ মানেই তো সেখানে ভিলেনই আসল হিরো। জন আব্রাহম ,হৃত্বিক রোশন, আমির খানের পরা জুতোয় কি এবার পা গলাতে চলেছেন শাহরুখ? কিং খান নিজে অবশ্য নিয়ে কিছু পোস্ট করেন নি। কিছুটা সন্দেহ উঁকি দিয়েছিল তার ফ্যানেদের মনে। টুইটটি অবশ্য খতিয়ে দেখলেই বোঝা যায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ নামক ওই টুইটার হ্যান্ডলটি আদতে ভুয়ো। এখনও ‘ধুম ৪’ নিয়ে কোনও ভাবনাচিন্তা করেনি ছবিটির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version