Saturday, May 3, 2025

মঙ্গলবার দোল কাটিয়ে বুধবার হোলি। সোশ্যাল মিডিয়ায় রং মাখা মুখের ছড়াছড়ি। সেলেব থেকে আমজনতা- রং খেলার ছবি কমবেশি পোস্ট (Post) করেছেন বেশিরভাগ মানুষই। এর মধ্যেই বাংলার সুপারস্টার দেবের একটি ছবি নিয়ে আতঙ্কে তাঁর ফ্যানেরা। কারণ ছবিতে দেখা যাচ্ছে দেবের একটা চোখে ব্যান্ডেজ। কী হল দেবের? চোখ ঠিক আছে? দৃষ্টিশক্তির ভয় হারানোর ভয় নেই তো! এইসব প্রশ্ন নিয়েই তোলপাড় ভক্তকুল।

ওড়িশার বারিপোদায় দেবের (Dev) নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং চলছে। দেবের প্রোডাকশন হাউজের প্রযোজনায় অরুণ রায় পরিচালিত ছবি ‘এই ছবিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা-সাংসদকে। সূত্রের খবর শুটিং (Shooting) শেষ হয়ে যাওয়ার পরে সেট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিলেন দেব। সেই সময় একটি গাছের ডাল ঢুকে যায় দেবের বাঁ চোখের নীচে। অল্পের জন্য রক্ষা পায় চোখটি। তড়িঘড়িদের দেবকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে (Hospital)। সেখানে সেই ছোট ডালের টুকরো বের করে দেওয়া হয়। আপাতত ব্যান্ডেজ করে বিশ্রামে রয়েছেন অভিনেতা-সাংসদ। ফিরে আসছেন কলকাতায়।

তবে, এর মধ্যেই বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে দেব। মুখে চিরাচরিত হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। প্রজাতন্ত্র দিবসের সকালে ‘বাঘাযতীন’-এর লুকে প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন দেব। অক্টোবরেই মুক্তি পাবে ছবি। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য। এই ছবির মাধ্যমেই দর্শক পাবেন নতুন নায়িকা সৃজা দত্তকে।

 

 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version