Wednesday, May 7, 2025

দোলে পরপর বাইক দু*র্ঘটনা! উলুবেড়িয়ায় ম*র্মান্তিক পরিণতি ৬ জনের

Date:

Share post:

দোলের (Dol Yatra) দিন তিন পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ আরোহীর। তবে ছ’টি দুর্ঘটনাই ঘটেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত একাধিক এলাকায়। পুলিশ সূত্রে খবর, রং খেলে বেড়াতে বেরিয়েই দুর্ঘটনার মুখে পড়েছে অধিকাংশ বাইক আরোহী। তবে তাঁরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রং খেলে বাইক নিয়ে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের। আহত হয়েছেন আরও এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক রাস্তার পাশের বৈদ্যুতিক পোস্টে ধাক্কা মারে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উলবেড়িয়া (Uluberia) থানা চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছিয়ার জয়রামপুরে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম নিতাই পাল (২৯) ও প্রদ্যুৎ মাইতি (২২)। তাঁদের বাড়ি বাগনান থানার বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাঁরা বোয়ালিয়ার দিক থেকে ফিরছিলেন, সেই সময় রাস্তার পাশের বৈদ্যুতিন খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান নিতাই পাল। আহত বাকি দুজন প্রদ্যুৎ মাইতি ও রথীন্দ্র মাইতিকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে দুজনকে স্থানান্তরিত করা হয়। প্রদ্যুৎকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। আর রথীন্দ্র ভরতি রয়েছেন ফুলেশ্বরের এক বেসরকারি হাসপাতালে। তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

অপর একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আমতায় মুখোমুখি বাইকের সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। আহত আরও দুজন। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আমতা রানিহাটি রোডের চাখানা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন কৌশিক কোলে, কার্তিক পাত্র ও শেখ শাহিল। কৌশিক ও কার্তিকের বাড়ি আমতার সোমেশ্বরে। শাহিলের বাড়ি ডোমজুড়। সকলেরই বয়স ২৫ বছরের মধ্যে। সকলকেই আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে বলেন বাকি দুজনকে অন্য স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য। আরও একটি দুর্ঘটনা ঘটেছে কউঝুড়ি এলাকায়।

 

 

 

spot_img

Related articles

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...