ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফো*রণের কারণ অধরা, মৃ*ত বেড়ে ২০

ঢাকার সিদ্দিকবাজারে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনও কারণে ঘটতে পারে‌‌ বলে প্রাথমিক অনুমান। তবে বিস্ফোরণের মাত্রা অনেক বেশি ছিল।

বুধবার এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে । ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলির ভিতরে এখনও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান বলেন, ‘আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনো কারণ থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করেছি ও সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব।’

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন মারা গিয়েছেন।

 

Previous articleদোলে পরপর বাইক দু*র্ঘটনা! উলুবেড়িয়ায় ম*র্মান্তিক পরিণতি ৬ জনের
Next articleহরিদেবপুরের তরুণী খু*নের নেপথ্যে এ*সকর্ট সার্ভিস!