Wednesday, November 5, 2025

রঙিন উৎসবে প্রেমের প্রোপোজাল ! জেল থেকে চিঠি এল জ্যাকলিনের কাছে

Date:

রঙের উৎসবে (Holi) আপনজনকে রঙিন করার ইচ্ছে প্রকাশ করেন প্রত্যেকেই। গালে রঙের ছোঁয়া দিয়ে মনের কথা বলে দেওয়ার রীতি নতুন নয়। কিন্তু যদি প্রেমিক (Lover) চোখের সামনে না থাকে সে ক্ষেত্রে চিঠি দিয়েই বসন্তের শুভ কামনা জানানো ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে হোলি সেলিব্রেশনে জেল থেকে আসবে প্রেমপত্র (Love Letter), এ কথা কি স্বপ্নেও ভেবেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)?

কার্যক্ষেত্রে তিনি ‘প্রতারক’ তকমায় অভিযুক্ত হলেও প্রেমিক মন যে আজও বেঁচে আছে তাঁর প্রমাণ দিলেন আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। তাঁর সঙ্গে নাম জড়ানোয় অভিনেত্রীর কেরিয়ারে যথেষ্ট ক্ষতি হয়েছে। বারবার তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে জ্যাকলিনকে। সেই নায়িকাকেই দোলের শুভেচ্ছা জানাবার পাশাপাশি ভালবাসা উজাড় করে চিঠি লিখেছেন অভিযুক্ত সুকেশ। হোলি উপলক্ষে ওই প্রেমপত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সম্পর্ক নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। সুকেশ দামি দামি উপহার কিনে দিতেন অভিনেত্রী এবং তাঁর পরিবারকে একথাও প্রকাশ্যে এনেছে তদন্তকারী সংস্থা। অনেকেই আবার এই ঘটনার পর জ্যাকলিনের দিকে আঙুল তুলেছেন। হোলি উপলক্ষে নিজের ‘বেবি গার্ল ‘ জ্যাকলিনকে চিঠি লিখে যেন অনেক কথারই জবাব দিয়েছেন সুকেশ। তিনি চিঠিতে লিখেছেন, ‘চমৎকার মনের মানুষ, চিরসুন্দরী জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। আজ, রংয়ের উৎসবে প্রতিজ্ঞা করছি, মলিনতা ঘুচিয়ে সব রং ফিরিয়ে দেব তোমাকে। একশো গুণ বেশি রং ফিরবে তোমার জীবনে। এই বছর তোমার জন্য অত্যন্ত জমকালো এবং উজ্জ্বল হবে, ঠিক আমার স্টাইলে। এটা আমি করে দেখাবই, তোমার প্রতি আমার দায়িত্বও। তুমি জানো যে, তোমার জন্য যতদূর যাওয়া সম্ভব, যাব আমি। আমার বেবি গার্ল, তোমাকে ভালবাসি’। যদিও এরপর নায়িকার প্রত্যুত্তর নিয়ে কোন আপডেট মেলেনি।

 

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version