Tuesday, November 4, 2025

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election), তার আগে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতিতে যাতে কোন আঁচ না লাগে সেদিকে সজাগ দৃষ্টি দেখে এবার রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষ স্তরে বড় রদবদলের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কলকাতা পুলিশের (Kolkata Police) ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একদিকে যেমন রাজ্য পুলিশের বেশ কিছু পরিচিত মুখের যেমন গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া হল, তেমনই কম গুরুত্বপূর্ণ দায়িত্বে সরানো হল বেশ কয়েকজন অফিসারকে।

সূত্র বলছে বদলি এবং পদোন্নতির ওই তালিকায় রয়েছে ৫১ জন পুলিশ আধিকারিকের নাম। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর( State Home Department) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদবদলের কথা জানিয়েছে। তালিকায় এডিজি , আইজি, পুলিশ সুপার ,যুগ্ম, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার একাধিক আধিকারিক রয়েছে।বদলি হওয়া আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য নাম কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে। তাঁকে যুগ্ম কমিশনার (সদর) পদে বদলি করা হল। সেই জায়গায় নতুন জয়েন্ট সিপি ট্র্যাফিক হলেন রূপেশ কুমার। এতদিন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি ছিলেন জ্ঞানবন্ত সিং। তাঁকে সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে এখানে আনা হয়েছিল। এবার তাঁকে পাঠানো হল তুলনায় আরও কম গুরুত্বপূর্ণ পদে। সশস্ত্র পুলিশের এডিজি করা হয়েছে জ্ঞানবন্তকে। পদোন্নতি হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) আকাশ মাঘারিয়ারও। তরুণ এই অফিসারকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হলেন শুভঙ্কর সিনহা সরকার এবং কল্যাণ মুখোপাধ্যায়। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকে। তাঁর জায়গায় আসছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী।

বদলি করা হয়েছে, ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের এসপিদের৷ এ ছাড়া বাঁকুড়া রেঞ্জের ডিআইজি মিরাজ খলিদকে পুরুলিয়া রেঞ্জে পাঠানো হয়েছে৷ বিধাননগরের ডিসি প্রবীন প্রকাশকে দার্জিলিংয়ে এসপি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে৷ জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন ভোলা পাণ্ডে। তাঁকে থার্ড বাটালিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। পরিবর্তে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার করা হয়েছে রাহুল গোস্বামীকে।

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version