শুটিং করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন অভিনেতা-সাংসদ দেব। দু’দিন আগে নায়কের চোখে ব্যান্ডেজ বাঁধা ছবি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার সকলকে ধন্যবাদ জানিয়ে জানালেন আপাতত তিনি ভালো আছেন। সঙ্গে শোনালেন সুখবরও।
আরও পড়ুন:কীভাবে চোখে আঘাত দেবের: হারানোর ভয় নেই তো!
ভাবছেন তো কী সুখবর দিলেন অভিনেতা! প্রতি বছরই পুজোর সময় দর্শকদের চমক দেন দেব। এবার পুজোয় তাঁর ভক্ত ও অনুরাগীদের নতুন কী চমক দিতে চলেছেন তিনি?বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চাকে কোলে নিয়ে হাতে বন্দুক ধরে ঘন জঙ্গলের মধ্যে নিজের দৌঁড়নোর একটি ছবি দেন দেব। বোঝাই যাচ্ছে, তাঁর নতুন ছবি ‘বাঘাযতীন’-এরই কোনও দৃশ্য।ছবিটির নীচে অভিনেতা লেখেন, “সবাইকে ধন্যবাদ এত ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য। এই পুজোয় সেরা সিনেমার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি। আশা করছি, আমাদের এই পরিশ্রমের ফল বৃথা যাবে না। আপনাদের ভাল লাগবে। ২০২৩-এর পুজোয় আসছে বাঘাযতীন।”
প্রতি বছরই পুজোর সময় দর্শকদের নতুন ছবি উপহার দেন দেব। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কাছের মানুষ’। অনেক দিন পর ব়ড় পর্দায় একসঙ্গে দর্শক দেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে। তবে ‘বাঘাযতীন’ যেহেতু স্বাধীনতা সংগ্রামীর গল্প তাই অনেকেই আশা করেছিলেন, হয়তো স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে এই ছবি। কিন্তু অভিনেতার চোখে চোটের কারণে অনেকরই মনে সংশয় তৈরি হয়েছিল।তবে সে চিন্তা মুক্ত করলেন তারকা অভিনেতা।
দোলের দিন সকলকে শুভেচ্ছা জানাতে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানেই দেখা যায় নায়কের চোখে ব্যান্ডেজ। শোনা যায়, ওড়িশায় ‘বাঘাযতীন’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি চোট লেগেছে তাঁর। তবে এখন তিনি ভাল আছেন। এই ছবির মাধ্যমেই নতুন জুটি পেতে চলেছেন দর্শক।
