Saturday, August 23, 2025

আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে তলব ইডির, হাজিরার আগে অনশনে কেসিআর কন্যা

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানের মুখ্যমন্ত্রী কেশিয়ারের কন্যা কে কবিতার(K Kavita) যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল ইডির তরফে। যার জেরে ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ইডি(ED) দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। যদিও আগামী ১১ তারিখ হাজিরা দেবেন বলে এদিকে জানিয়ে দিয়েছেন কবিতা। তবে তার আগে দিল্লির জন্তর মন্তরে একদিনের প্রতীকী অনশনে বসলেন চন্দ্রশেখর রাও-এর(K Chandrashekhar Rao) কন্যা।

বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকে সমন পাঠায় ইডি। দিল্লির মদ-কাণ্ডে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার আট বিরোধী দলের নয় নেতার ‘পত্রবোমা’ আছড়ে পড়েছিল ৭, লোককল্যাণ মার্গে। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) পাঠানো চিঠিতে সই করেছিলেন ভারত রাষ্ট্র সমিতি (BRS) প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। চিঠিটা পাঠানো হয়েছিল গত রবিবার। আর বুধবার রাও-কন্যাকে কবিতাকে সমন পাঠায় ইডি। চন্দ্রশেখরের কন্যা তথা তেলেঙ্গানার শাসক দল বিআরএসের নেত্রী, কবিতাকে বৃহস্পতিবার অর্থাৎ ৯ মার্চের মধ্যে রাজধানী দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়। তবে আজ তিনি হাজিরা দিচ্ছেন না। হাজিরা দেবেন ১১ মার্চ।

তবে সমন পাওয়ার পরই সুর চড়িয়েছেন কবিতা। তিনি জানিয়েছেন, ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না। আইনি পরামর্শ নেবেন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই মামলায় কবিতার যোগ রয়েছে বলে ইডির তরফে দাবি করা হলেও, গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। তার স্পষ্ট অভিযোগ বিরোধী দলগুলির বিরুদ্ধে সস্তার চাল চালছে কেন্দ্রীয় শাসক দল।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...