Monday, August 25, 2025

সিদ্দিকুল্লার নেতৃত্বে সাগরদিঘি উপনির্বাচনের ময়নাতদন্তে চার সদস্যের কমিটি তৃণমূলের

Date:

সেই ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি আসনটি ছিল তৃণমূলের দখলে। টানা তিনবার সেখান থেকে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রয়াত সুব্রত সাহা। এবং প্রতিবারই তাঁর জয়ের মার্জিন বেড়েছে। সুব্রতবাবুর মৃত্যুর পর সদ্য উপনির্বাচন হওয়া এই আসনটি চলে যায় কংগ্রেসের দখলে। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে জয় পায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। শাসক দল হওয়া সত্ত্বেও উপনির্বাচনে দ্বিতীয় হয় তৃণমূল। হাতছাড়া হয়ে সাগরদিঘি।

আর এই হারের পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে শুরু হয়ে যায় ফলাফল নিয়ে কাটাছেঁড়া। তৃণমূলের অনেক নেতাই হারের জন্য অন্তর্ঘাতকেই দায়ী করেছেন। অনেকে বলছেন সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন তৃণমূল থেকে। কারও ধারণা প্রার্থী চয়ন সঠিক হয়নি। কেউ বলছেন বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপিও। কারও মতে, “দুর্নীতি”র প্রভাব পড়েছে ভোটবাক্সে। কিন্তু কোন কারণটি প্রকৃত অর্থে হারের জন্য দায়ী, তার অনুসন্ধান করতেই বিশেষ একটি টিম বানিয়ে সাগরদিঘিতে দলের এমন ফলাফলের কারণ জানতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘি উপনির্বাচনে ভরাডুবির জেরে ফের সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দিচ্ছে শাসক দল। দায়িত্বে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গোলাম রাব্বানি, সাবিনা ইয়াসমিনরা। পর্যালোচনা করে তাঁরা রিপোর্ট দেবেন। রাজ্যের কোথায় কোথায় কী ইস্যুতে ক্ষোভ, তা নিয়ে পর্যালোচনা করে রিপোর্ট করবেন তাঁরা।

সূত্রের খবর, গত ৬ মার্চ ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘরোয়াভাবে উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গ তুলেছিলেন। একাধিক মন্ত্রী জানিয়েছেন, সাগরদিঘি শব্দটা উচ্চারণ করেননি মমতা। তবে তাঁর কথায় উদ্বেগ সুর স্পষ্ট ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে জানতে চান, গত ১২ বছরে তিনি ও তাঁর সরকার সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন। তাহলে এমন একটা ফলাফল হল কেন? রাজ্যজুড়ে কোথাও কোনও ক্ষোভ রয়েছে কিনা বিষয়টা দেখতে বলেন বেশ কয়েকজন সিনিয়র নেতা-মন্ত্রীকে।

এরপর আজ, বৃহস্পতিবার চার সদস্যের কমিটি করে দেন তৃণমূল নেত্রী। যেখানে রয়েছেন সিদিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গোলাম রাব্বানি এবং সাবিনা ইয়াসমিন। সাগরদিঘির বুথওয়ারি উপনির্বাচনের ফলাফলের তালিকা তাঁরা ইতিমধ্যেই হাতে পেয়েছেন বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান, সাগরদিঘির ১১টি গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু ভোটাররা কেন মুখ ফিরিয়ে নিয়েছে তাঁরা বিচার, বিশ্লেষণ, পর্যালোচনা করে সেই রিপোর্ট নেত্রীকে দেবেন। প্রয়োজনে সাগরদিঘির গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এই সদস্যের কমিটি।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version