Sunday, November 16, 2025

সিদ্দিকুল্লার নেতৃত্বে সাগরদিঘি উপনির্বাচনের ময়নাতদন্তে চার সদস্যের কমিটি তৃণমূলের

Date:

সেই ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময় থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি আসনটি ছিল তৃণমূলের দখলে। টানা তিনবার সেখান থেকে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রয়াত সুব্রত সাহা। এবং প্রতিবারই তাঁর জয়ের মার্জিন বেড়েছে। সুব্রতবাবুর মৃত্যুর পর সদ্য উপনির্বাচন হওয়া এই আসনটি চলে যায় কংগ্রেসের দখলে। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে জয় পায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। শাসক দল হওয়া সত্ত্বেও উপনির্বাচনে দ্বিতীয় হয় তৃণমূল। হাতছাড়া হয়ে সাগরদিঘি।

আর এই হারের পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে শুরু হয়ে যায় ফলাফল নিয়ে কাটাছেঁড়া। তৃণমূলের অনেক নেতাই হারের জন্য অন্তর্ঘাতকেই দায়ী করেছেন। অনেকে বলছেন সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন তৃণমূল থেকে। কারও ধারণা প্রার্থী চয়ন সঠিক হয়নি। কেউ বলছেন বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপিও। কারও মতে, “দুর্নীতি”র প্রভাব পড়েছে ভোটবাক্সে। কিন্তু কোন কারণটি প্রকৃত অর্থে হারের জন্য দায়ী, তার অনুসন্ধান করতেই বিশেষ একটি টিম বানিয়ে সাগরদিঘিতে দলের এমন ফলাফলের কারণ জানতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘি উপনির্বাচনে ভরাডুবির জেরে ফের সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দিচ্ছে শাসক দল। দায়িত্বে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গোলাম রাব্বানি, সাবিনা ইয়াসমিনরা। পর্যালোচনা করে তাঁরা রিপোর্ট দেবেন। রাজ্যের কোথায় কোথায় কী ইস্যুতে ক্ষোভ, তা নিয়ে পর্যালোচনা করে রিপোর্ট করবেন তাঁরা।

সূত্রের খবর, গত ৬ মার্চ ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘরোয়াভাবে উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গ তুলেছিলেন। একাধিক মন্ত্রী জানিয়েছেন, সাগরদিঘি শব্দটা উচ্চারণ করেননি মমতা। তবে তাঁর কথায় উদ্বেগ সুর স্পষ্ট ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে জানতে চান, গত ১২ বছরে তিনি ও তাঁর সরকার সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন। তাহলে এমন একটা ফলাফল হল কেন? রাজ্যজুড়ে কোথাও কোনও ক্ষোভ রয়েছে কিনা বিষয়টা দেখতে বলেন বেশ কয়েকজন সিনিয়র নেতা-মন্ত্রীকে।

এরপর আজ, বৃহস্পতিবার চার সদস্যের কমিটি করে দেন তৃণমূল নেত্রী। যেখানে রয়েছেন সিদিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গোলাম রাব্বানি এবং সাবিনা ইয়াসমিন। সাগরদিঘির বুথওয়ারি উপনির্বাচনের ফলাফলের তালিকা তাঁরা ইতিমধ্যেই হাতে পেয়েছেন বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি জানান, সাগরদিঘির ১১টি গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু ভোটাররা কেন মুখ ফিরিয়ে নিয়েছে তাঁরা বিচার, বিশ্লেষণ, পর্যালোচনা করে সেই রিপোর্ট নেত্রীকে দেবেন। প্রয়োজনে সাগরদিঘির গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এই সদস্যের কমিটি।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version