Tuesday, November 4, 2025

ফের শহরে মৃত্যু হল তিন শিশুর। এদের মধ্যে কলকাতার বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) ভর্তি ছিল দুই শিশু। হাসপাতাল সূত্রে খবর, বুধবার মধ্য রাতে মৃত্যু হয়েছে এক শিশুর। অন্য শিশুটি মারা যায় বৃহস্পতিবার সকালে। তবে শিশু দু’টির মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে উল্লেখ রয়েছে নিউমোনিয়ার। শিশু দু’টি আদৌ অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত ছিল কিনা, এখনও তা জানা যায়নি। অ্যাডিনো রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

হাসপাতাল সূত্রে খবর, গত রবিবার ফুলবাগান এলাকার একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বয়স মাত্র ন’মাস। জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়েই শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) শিশুটির চিকিৎসা চলছিল। তবে তার ফুসফুসের অবস্থা খারাপ ছিল, আক্তান্ত ছিল নিউমোনিয়াতেও (Pneumonia)। এরপর বুধবার রাত পৌনে ১২টা নাগাদ মারা যায় শিশুটি।

অন্যদিকে, রাজারহাটের বাসিন্দা ৯ মাস বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছ। গত ২২ দিন ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। পরিবারের দাবি, অ্যাডিনো সংক্রমিত ছিল শিশুটি। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Kolkata Medical College and Hospital) বুধবার রাতে মৃত্যু হয় নদিয়ার ফুলিয়ার বাসিন্দা ১ বছর ২ মাসের একটি শিশুর।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version