Wednesday, August 20, 2025

Entertainment : অস্কারের মঞ্চে দীপিকা, রাতেই রওনা দিলেন বলিউডের ‘পদ্মাবতী’ !

Date:

আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার (95th Academy Awards) ঘোষণা হতে চলেছে। এবছর অস্কার (Oscar) মঞ্চের অন্যতম আকর্ষণ ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সিনে জগতের এই পুরস্কার মঞ্চে তাঁর উপস্থিতির কথা নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় (Social media) জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এবার লস এঞ্জেলেসের উদ্দেশে পাড়ি দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দীপিকা।

বলিউডের পদ্মাবতী বরাবরই সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকেন। বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেও সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। হলিউডের কাজ শুরু করেছিলেন অনেকদিন আগে থেকেই, হিন্দি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমার দর্শকের কাছেও দীপিকার একটা আলাদা আকর্ষণ আছে। ২০২৩ সালে অস্কারের অতিথি তালিকায় ভারতীয় হিসেবে শুধুমাত্র দীপিকা পাড়ুকোনের নামই উঠে এসেছে। ১৪০ কোটির ভারতবাসীর কাছে নিঃসন্দেহে এ তথ্য গর্বের। এর আগে ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। প্রথম ভারতীয় হিসেবে তিনিই প্রথম ফিফার ট্রফি উদ্বোধন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দীপিকার বিমানবন্দরের ছবি ভাইরাল হয়েছে। হাইনেক টপ, কালো কোট ও ঢিলে ডেনিম ড্রেসে হাসিমুখে পোজ দেন দীপিকা। তাঁর ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। কেউ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন আবার কেউ লিখছেন, ‘আমাদের জন্য গর্বের মুহূর্ত তৈরি হতে যাচ্ছে।’ উল্লেখ্য আগামী ১২ মার্চ অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version