Thursday, August 28, 2025

লালু, রাবড়ির পর এবার তেজস্বী যাদব ।’জমির বিনিময়ে চাকরি’ মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।শুক্রবার সাতসকালে দিল্লির ফ্রেন্ডস কলোনিতে তেজস্বীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।জানা গেছে, দিল্লিতে তেজস্বী সহ মোট ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি।


আরও পড়ুন:অসুস্থ লালু প্রসাদ, বন্ধুকে দেখতে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
এই একই মামলায় গত সপ্তাহে লালুপ্রসাদ, রাবড়িদেবী জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। লালু এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশিও চালানো হয়েছিল। এ বার আর এক কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী।


‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করা হয় ওই সমনে। তার পরেই তৎপর হয়ে উঠেছে সিবিআই এবং ইডি। অসুস্থ লালু এবং তাঁর কন্যা মিসাকে গত মঙ্গলবার এই মামলায় সিবিআই টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। রবিবারই কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনীতির হাতিয়ার করার অভিযোগ তুলে মোদিকে চিঠি দেন তেজস্বী। তারপরই বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি।

 

 

Related articles

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...

TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর।...

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School...

RG Kar Case: একবছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি: অপরাজিত বিলের সমর্থনে গর্জে উঠলেন অভিষেক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version