Monday, November 17, 2025

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

Date:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে ছাত্র আন্দোলনকে সীমাবদ্ধ রাখলে হবে না, ছড়িয়ে যেতে হবে বাংলার বিভিন্ন প্রান্ত। কারণ এই লড়াই ভাষা আন্দোলনের লড়াই। বাংলা ভাষা – বাংলা সংস্কৃতিকে যাঁরা অপমান করছেন তাঁদের বিরুদ্ধে লড়াই।

এদিন বাংলার ঐতিহ্য রক্ষা করার গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বাঙালি বিপ্লবীদের ছাড়া স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের পরাজিত করা সম্ভব ছিল না। বাংলার বীর সন্তান সুভাষচন্দ্র বসুর ‘জয় হিন্দ’ স্লোগান ছাড়া বিপ্লবীরা উজ্জীবিত হতে পারতেন না বলেও উল্লেখ করেন তিনি। ‘বন্দেমাতরম’ থেকে ‘জনগণমন অধিনায়ক’ যে বাংলা থেকে সৃষ্ট, সেই ভূমিকে যেভাবে অপমান করা হচ্ছে তাতে এটাই স্পষ্ট যে নরেন্দ্র মোদি (Narendra Modi) ভয় পেয়েছেন। বুঝে গেছেন বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে গোটা ভারতবর্ষে বিজেপির অবস্থা টালমাটাল হতে পারে। যেভাবে দেশ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছেন মোদি, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই এত চক্রান্ত- কুৎসা-অপমান -বঞ্চনা করে পশ্চিমবঙ্গকে আটকানোর চেষ্টা চলছে। আতাউল বলেন, প্রধানমন্ত্রী ভেবেছিলেন এনআরসি, কৃষক আইন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে SIR করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চাইছেন মোদি। কিন্তু তিনি ভুলে গেছেন যে এই বাংলার মাটি থেকে ১৯৯৩ সালে সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন করেছিলেন মমতা যা দেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। এবার প্রয়োজনে আরও একবার দিল্লির বুকে বাংলা ছাত্ররা আন্দোলন গড়ে তুলবে। সে ক্ষেত্রে বাংলাকে বাঁচাতে নিজেদের রক্ত দিতেও তাঁরা দুবার ভাববে না। সকলকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অনুরোধও করেন তিনি।

Related articles

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...
Exit mobile version