Friday, November 7, 2025

Entertainment : কো*ভিডের ফ্ল্যাশব্যাকে বলিউড ! নমোর গলায় ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

Date:

দেখতে দেখতে প্রায় তিন বছর কাটতে চলল। ২৪ মার্চ তারিখটা আসতে হাতে বেশ কিছুটা সময় আছে। কিন্তু এই শুক্রবারের সকালে আচমকাই যেন তিন বছর আগের কো*ভিড স্মৃতিতে ডুবল বলিউড(Bollywood)। দুঃস্বপ্নের সেই স্মৃতি ফেরাল অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ (Bheed) সিনেমার ট্রেলার।

একটা ভাইরাস কীভাবে জীবন দর্শন বদলে দিতে পারে তা দেখিয়েছে কোভিড ১৯। হাসপাতালে বাড়তে থাকা মৃতের তালিকা, আর গৃহবন্দি জীবনে রুজি রোজগারের টেনশন। ২৪ মার্চ ২০২০, আচমকাই টেলিভিশন স্ক্রিনে ফুটে উঠেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখ আর সঙ্গে ছিল একটা ঘোষণা। “রাত বারোটা থেকে সারাদেশে সম্পূর্ণ লকডাউন”, জানিয়েছিলেন নমো। ঘন্টাখানেক পরেও বিশ্বাসের ঘোর কাটেনি আপামর ভারতবাসীর। প্রতিদিনের বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা সুস্থ জীবনের গুরুত্ব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আচমকা কাজ হারিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। ঘর হারিয়ে বহু মানুষ হয়েছিলেন উদ্বাস্তু। না ছিল মাথা গোঁজার জায়গা, না ছিল বাড়ি ফেরার উপায়। একটা ঘোষণা বহু মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠেছিল। সেই কাহিনিকেই ‘ভিড়’-এর ট্রেলারে ফের একবার চাক্ষুষ করলেন সিনেপ্রেমীরা।

 

আগামী ২৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভিড়’।লকডাউনের নিদারুণ কষ্টকে দেশভাগের যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন পরিচালক। বিনোদনের গ্ল্যামারাস রঙিন দুনিয়ায় এই ছবি সাজানো হয়েছে সাদাকালো ক্যানভাসে। ট্রেলারের শুরুতেই প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরকে অপরিবর্তিতভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। ডাক্তারের ভূমিকায় ভূমি পেদনেকর (Bhumi Pednekar) । ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ফ্ল্যাশব্যাকে ডুবেছে বলিউড।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version