Thursday, August 21, 2025

নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি । তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মিলেছে‌ বলে ইডি সূত্রে দাবি করা হয়।‌ ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
আসলে চাকরিপ্রার্থীর তালিকা তাঁর কাছে পৌঁছল কী করে, জানতে চান তদন্তকারীরা। তাঁদের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সব নথি খতিয়ে দেখা হচ্ছে। কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শান্তনুর। ইডির দাবি, শান্তনুই কুন্তলকে নির্দেশ দিতেন। কুন্তলের মতো শান্তনুও কি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলনে, জানতে চায় ইডি।
শান্তনু একটি রেস্তোরাঁ চালান। সেই টাকা কোথা থাকে পেলেন, দেখা হচ্ছে তা-ও।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version