Sunday, November 16, 2025

কর্মনাশা বনধ সমর্থন করে না বাংলা : সেতু উদ্বোধন করে তীব্র প্রতি*বাদ অভিষেকের

Date:

বামেদের ডাকা ধর্মঘটের দিনেই চড়িয়াল ব্রিজের (Chariyal Bridge) উদ্বোধন করে কর্মনাশা বন্ধ নিয়ে সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর অভিযোগ, “বনধের নামে বিশৃঙ্খলা চলছে”। ডিএ আন্দোলনের নামে ধর্মঘট ডাকাকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “অধিকার আদায়ের জন্য আন্দোলন হতেই পারে। ডিএ আন্দোলনকারী ধর্মঘট ডেকেছেন। বাংলার মানুষ এখন আর কর্মনাশা, ধর্মনাশা ধর্মঘট বনধ করেন না।”

বাজেটেই সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিন্তু বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছে বাম সমর্থিত কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। শুক্রবার, বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএ ধর্মঘটের প্রসঙ্গ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বলেন, ‘‘যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন। আমি তাঁদের বলব, দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন। যোগ্য বাংলার সন্তান নিজেদের মনে করলে আগে রাজ্যের বকেয়া ফিরিয়ে আনুন। আমরা সমানে লড়াই করছি।’’

তৃণমূল সাংসদ বলেন, রাজ্য আর্থিক সঙ্কটের মধ্যে যাচ্ছে। সেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স হচ্ছে! ধর্মঘটের নামে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি জানান, রীতিমতো লাঠি হাতে বন সমর্থনকারীরা আক্রমণ চালিয়েছেন। এই ধর্মঘটের সংস্কৃতি বাংলায় চলবে না। এদিন চড়িয়াল ব্রিজের উদ্বোধন করে সেই বার্তাই দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, একদিকে যখন বিরোধীরা কর্মনাশা বন্ধে মেতেছেন, তখন সরকারি উদ্যোগে সেতুর উদ্বোধন হচ্ছে যা থেকে উপকৃত হবেন ৫০ লক্ষ মানুষ।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version