Monday, November 3, 2025

ডাক্তার বান্ধবীকে খু*ন, ফেসবুকে আত্মহ*ত্যার পোস্ট অভি*যুক্তের !

Date:

হোলির (Holi Day) সন্ধ্যায় বান্ধবীকে নৃ*শংসভাবে খু*নের ঘটনা ঘটল জম্মুতে (Jammu)। পুলিশ সূত্রে জানা যায় জম্মু শহরের উপকণ্ঠে জনিপুর (Jonipur) এলাকায় ২৬ বছর বয়সী এক তরুনীর র*ক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃ*তা জম্মুর তালাব তিলোর বাসিন্দা কমল কিশোর শর্মার (Kamal Kishore Sharma) মেয়ে বলে জানা গেছে। তাঁর নাম সুমেধা (Dr Sumedha) , তিনি পেশায় চিকিৎসক।অভি*যোগের আঙুল উঠছে তার পুরুষ বন্ধু জোহর গানাইয়ের (Johar Ganai) দিকে। এই ঘটনার আগেই অ*ভিযুক্ত তাঁর ফেসবুক পেজে আত্মহ*ত্যার কথা পোস্ট করেছিলেন বলে জানা যায়। ঘটনার জেরে চা*ঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযুক্ত জোহর গানাই এবং ডক্টর সুমেধা ঘনিষ্ঠ বন্ধু এবং বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুজনেই জম্মুর ডেন্টাল কলেজ সিওহরা থেকে বিডিএস করেছিলেন এবং মেয়েটি জম্মু-কাশ্মীরের বাইরের একটি কলেজ থেকে তাঁর মেডিকেল ডিগ্রীর জন্য পড়াশোনা করছিলেন। পুলিশ সূত্রে খবর হোলির রাতে মৃতার আত্মীয়ের কাছ থেকে ফোন পেয়ে এসএইচও ইন্সপেক্টর বিজয় কুমারের নেতৃত্বে জনিপুর পুলিশ পাম্পোশ কলোনিতে অভিযুক্তের বাসভবনে ছুটে যায়। সেখানে গিয়ে পুলিশ র*ক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুজনের পেটেই ছু*রির আ*ঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি, আশ*ঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অ*ভিযুক্তেরও।

পুলিশের তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুমেধা হোলির ছুটিতে এসে সরাসরি অ*ভিযুক্তের বাড়িতে চলে যায়।যেখানে কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাগের মাথায় দুজনে দুজনকে আ*ঘাত করার চেষ্টা করেন। ডাক্তার বান্ধবীকে ছুরি দিয়ে আঘাত করার পর আত্মহ*ত্যার চেষ্টা করেন অভিযুক্ত বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই জোহর গানাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

 

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version