দেশজুড়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

ঋতু পরিবর্তনের সময়ে রোগের প্রকোপ বাড়ছে দেশ জুড়ে। ইনফ্লুয়েঞ্জা(influenza) ও শ্বাসকষ্ট জনিত অসুখে(breathing problem) আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে শিশুদের। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্র। তড়িঘড়ি ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত রোগ থেকে সাবধানে থাকতে প্রতিটি রাজ্যকে সতর্কবার্তা পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের (UT) মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে H1N1, H3N2 এবং অ্যাডিনো ভাইরাসের কথা। কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ভাইরাসে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।জ্ব-সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এসব ক্ষেত্রে হাসপাতালে রেখে চিকিৎসা করা যথাযথ পরিকাঠামো রয়েছে কি না, সমস্ত রাজ্যগুলিকে সেদিকে নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠিতে অতীতের করোনা কালের কথা তুলে ধরে আরো উল্লেখ করা হয়েছে, কো-মর্বিডিটিযুক্ত রোগীদের শ্বাসকষ্ট বিশেষভাবে উদ্বেগের বিষয়। একই ধরনের উপসর্গ ফিরে এলে পরীক্ষা করা প্রয়োজন। এবং সেইমতো চিকিৎসাও জরুরি। চিঠিতে ১১ দফায় পরিস্থিতির কথা জানিয়ে রাজ্যের মুখ্যসচিবদের কাছে তাঁর আবেদন, এসব রোগের যথাযথ চিকিৎসার দিকে যেন নজর রাখা হয়।

Previous articleনিয়োগ দু*র্নীতি মামলায় ফের সিবিআইকে ‘ভর্ৎসনা’ আদালতের!
Next articleআহমেদাবাদ টেস্টে বিত*র্ক, শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দর্শকদের