Friday, August 22, 2025

দোল খেলার নামে বিদেশিনীর সঙ্গে চূড়ান্ত ‘অ*সভ্যতা’! লজ্জিত গোটা দেশ  

Date:

হোলির (Holi) দিন জাপানি মহিলাকে (Japanese Women) হেনস্থার (Assault) অভিযোগ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। গত বুধবার অর্থাৎ ৮ মার্চ ছিল হোলি। আবার ওই বিশেষ দিনেই ছিল আন্তর্জাতিক নারী দিবসও (International Womens’ Day)। আর মহিলাদের জন্য এই বিশেষ দিনেই দিল্লির একদল পুরুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকল ভারতের। সুদূর জাপান (Japan) থেকে ভারতে হোলি উদযাপনে সামিল হতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল এক ২২ বছর বয়সী এক যুবতীকে। দোল খেলার নামে ওই যুবতীর সঙ্গে কোনও অসভ্যতা করতে বাকি রাখেনি একদল পুরুষ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানি যুবতী ওই পুরুষের দলকে বাধা দিচ্ছেন। আর তাঁকে ঘিরে ধরে জোর করে তাঁর গায়ে-মুখে রং লাগাচ্ছে ওই পুরুষের দল। এক ব্যক্তিকে তাঁর মাথায় একটি ডিমও ভাঙতে দেখা গিয়েছে। একজনকে থাপ্পড়ও মারেন বিদেশিনী। তারপর সেখান থেকে পালিয়ে বাঁচেন। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োটি নজর এড়ায়নি পুলিশেরও। অভিযুক্তরা ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তড়িঘড়ি ভারত ছেড়ে চলে গিয়েছেন ওই জাপানি মহিলা। যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

তবে মহিলার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। কিন্তু সেখানে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে পাহাড়গঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। পুলিশি তদন্তে উঠে আসে, ওই জাপানি মহিলা ভারতে পর্যটক হিসাবে এসেছিলেন। ঘটনার পর বাংলাদেশে চলে গিয়েছেন তিনি। এদিকে ঘটনার পর দিল্লির মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে দিল্লি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও (Richa Chadda) ভিডিও শেয়ার করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version