Sunday, May 4, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১৩ মার্চ, সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিশেষ আদালতে পেশ করা হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এদিন আদালতে ঢোকার আগে এবং আদালত কক্ষে দাঁড়িয়েও শান্তনু দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে দাঁড়িয়েই ইডি জানায়, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের (Kuntal Ghosh) মেন্টর।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথা মতোই তাপস মণ্ডলকে (Tapas Mondal) ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম ইডির আধিকারিকদের জানায়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করে।

আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানায়, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত। তবে এদিন ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। যদিও শান্তনুর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। ইডির দাবি, শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে। তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। শান্তনুকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version