Saturday, August 23, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১৩ মার্চ, সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিশেষ আদালতে পেশ করা হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এদিন আদালতে ঢোকার আগে এবং আদালত কক্ষে দাঁড়িয়েও শান্তনু দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে দাঁড়িয়েই ইডি জানায়, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের (Kuntal Ghosh) মেন্টর।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথা মতোই তাপস মণ্ডলকে (Tapas Mondal) ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম ইডির আধিকারিকদের জানায়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করে।

আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানায়, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত। তবে এদিন ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। যদিও শান্তনুর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। ইডির দাবি, শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে। তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। শান্তনুকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...
Exit mobile version