Sunday, May 4, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১৩ মার্চ, সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিশেষ আদালতে পেশ করা হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এদিন আদালতে ঢোকার আগে এবং আদালত কক্ষে দাঁড়িয়েও শান্তনু দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে দাঁড়িয়েই ইডি জানায়, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের (Kuntal Ghosh) মেন্টর।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথা মতোই তাপস মণ্ডলকে (Tapas Mondal) ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম ইডির আধিকারিকদের জানায়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করে।

আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানায়, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত। তবে এদিন ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। যদিও শান্তনুর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। ইডির দাবি, শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে। তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। শান্তনুকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version