Wednesday, November 12, 2025

দলীয় ঐক্যে জোর, ভাঙড় তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে এবার শওকত

Date:

আরাবুল ও কাইজার দুই গোষ্ঠীর ডামাডোলকে সরিয়ে দলীয় ঐক্যে জোর দিতে এবার বড় পদক্ষেপ করল তৃণমূল। এই দুই গোষ্ঠীর সমস্যা মেটাতে প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লাকে(Shawkat Mulla)।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দীর্ঘদিনের সমস্যা মেটাতে ভবানীপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতা সুব্রত বক্সি (Subrata Bakshi)। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদরা। প্রায় দু ঘন্টার বৈঠক শেষে শওকত মোল্লাকে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দেন সুব্রত বক্সি। পাশাপাশি সকলকে তার সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ভাঙড় কেন্দ্রে তৃণমূলের অন্তর্দ্বন্দ এক দীর্ঘ দিনের সমস্যা। কোথাও আরাবুল ঘনিষ্ঠদের প্রতাপ, কোথাও কাইজার আহমেদের, কোথাও আবার বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ। গত বিধানসভা ভোটে ভাঙড় কেন্দ্রটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। সেখানে জিতেছেন সংযুক্ত মোর্চার জোটের শরিক আইএসএফের নওশাদ সিদ্দিকী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমস্যা যাতে কোনভাবেই দলের উপর প্রভাব ফেলতে না পারে তার জন্য বড় পদক্ষেপ নিল তৃণমূল। এছাড়াও এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়েও কড়া বার্তা দিয়েছেন সুব্রত বক্সি। জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের প্রার্থী ঠিক করে দেবে দল। স্থানীয় নেতাদের পরামর্শ শোনা হতে পরে। তবে তাঁদের কথাই শেষ কথা নয়। চূড়ান্ত তালিকা ঠিক করবে দলই।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version