Wednesday, August 27, 2025

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kunal Ghosh) থেকে নেওয়া ৫০ লক্ষ টাকা ফেরাতে হবে পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে। শনিবার, এই নির্দেশ দিল ইডি। ৫ দিনের মধ্যে ওই টাকা ফেরাতে বলেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তবে, ঠিক কী কারণে তাঁকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

ইডির সূত্রের খবর, ওই টাকা তিনি ধার হিসেবে নিয়েছিলেন বলার পরে এই নির্দেশ দিয়েছে। তবে কুন্তল ঘোষের থেকে টাকা নিলেও নিয়োগ দুর্নীতিতে সোমার কোনও ভূমিকা আছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট নয়। কেলেঙ্কারিতে তাঁদের ভূমিকা আদৌ রয়েছে কি না তা তদন্তসাপেক্ষ।

সোমা চক্রবর্তী (Soma Chakraborty) সল্টলেকের একটি পার্লারের মালকিন। সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে ইডি। তিনি অবশ্য আগাগোড়া কুন্তলের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সেই টাকা লোন হিসেবে নিয়েছিলেন বলেও দাবি করেন সোমা। তবে এই টাকা ফিরিয়ে দেওয়ার পরও কি সোমা তদন্তের আওতায় থাকবেন তা এখনও পরিষ্কার নয়।

 

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version