নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kunal Ghosh) থেকে নেওয়া ৫০ লক্ষ টাকা ফেরাতে হবে পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে। শনিবার, এই নির্দেশ দিল ইডি। ৫ দিনের মধ্যে ওই টাকা ফেরাতে বলেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তবে, ঠিক কী কারণে তাঁকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

ইডির সূত্রের খবর, ওই টাকা তিনি ধার হিসেবে নিয়েছিলেন বলার পরে এই নির্দেশ দিয়েছে। তবে কুন্তল ঘোষের থেকে টাকা নিলেও নিয়োগ দুর্নীতিতে সোমার কোনও ভূমিকা আছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট নয়। কেলেঙ্কারিতে তাঁদের ভূমিকা আদৌ রয়েছে কি না তা তদন্তসাপেক্ষ।
সোমা চক্রবর্তী (Soma Chakraborty) সল্টলেকের একটি পার্লারের মালকিন। সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে ইডি। তিনি অবশ্য আগাগোড়া কুন্তলের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সেই টাকা লোন হিসেবে নিয়েছিলেন বলেও দাবি করেন সোমা। তবে এই টাকা ফিরিয়ে দেওয়ার পরও কি সোমা তদন্তের আওতায় থাকবেন তা এখনও পরিষ্কার নয়।
