Thursday, August 21, 2025

নিয়োগ বাতিলের তালিকায় মেয়ের নাম! ফেঁসে গিয়ে কী সাফাই দিচ্ছেন বিজেপি নেতা?

Date:

নিয়োগ দুর্নীতি মামলার (Recruirment Scam) জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। আদালতের হস্তক্ষেপে সদ্য এসএসসি গ্রুপ-সি (Group C) নিয়োগ বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জ্বল জ্বল করছে বিজেপি নেতার মেয়ের (BJP Leader Daughter) নাম। প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের (Dulal Bar) কন্যা বৈশাখী বরের নাম রয়েছে গ্রুপ-সি নিয়োগ বাতিলের তালিকায়। গতকাল, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম দুলাল বরের মেয়ে বৈশাখীর (Baishakhi)। অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলের (Chandan Mondal) যোগাযোগ ছিল। সেই সুবাদেই চাকরি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী।যদিও এ বিষয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকেই আঙুল তুলেছেন বিজেপি নেতা। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, তিনি কাউকে এক টাকাও কখনো দেননি। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দন মণ্ডলের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না তাও তিনি জানেন না বলেই দাবি।

দুলাল বরের কথায়, “পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ বারাকপুরে কোন একটি স্কুলে এসে চাকরি করে৷ কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির প্রভাবই থাকে। আমি সারাজীবন কারও কাছ থেকে টাকা নিইনি কাওকে টাকা দিইওনি।”

তবে অভিযোগ, চন্দন মণ্ডকের সঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের সরাসরি যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল চন্দনের। এখন ফেঁসে গিয়ে কিছু জানেন না বলে সাফাই গাইছেন বিজেপি নেতা।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version