Wednesday, November 12, 2025

অজিদের বিরুদ্ধে অর্ধশতরান করতেই নতুন রেকর্ড বিরাটের

Date:

টেস্ট ক্রিকেটে ফের স্বমেজাজে বিরাট কোহলি। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন অজিদের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত তিনি। আর অর্ধশতরান করতেই অনন্য নজির গড়েন বিরাট। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টেস্টে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি।

৪০০০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য কোহলির দরকার ছিল মাত্র ৪২ রান। টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৬.৬ ওভারে নাথান লিয়নকে চার মেরে সেই লক্ষ‍্যে পৌঁছে যান বিরাট। উল্লেখযোগ্য বিষয় হল ঘরের মাঠে এটি বিরাটের ৫০তম টেস্ট ম্যাচ। কোহলির আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর এবং বীরেন্দ্র সেহবাগ। কিংবদন্তি সচিন তেন্ডুলকর রয়েছেন তালিকার এক নম্বরে।

এদিকে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন বিরাট। গত বছরের ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৭৯ রান করেছিলেন কোহলি। আর এদিন ফের অর্ধশতরান করলেন তিনি। তবে কোহলির অনুরাগীদের আশা ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের চতুর্থ দিনে শতরান আসবে কোহলির ব‍্যাট থেকে।

আরও পড়ুন:তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান ভারতের, ১৯১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া


 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version