Thursday, August 21, 2025

ট্রেনের কোচে বসেই মুড়ি-চপের স্বাদ! বাঙালির ‘মনোরঞ্জনের’ চেষ্টা কেন্দ্রের

Date:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেকারণেই দেশবাসীর মন ছুঁতে দুরপাল্লার ট্রেনে রকমারি খাবার পরিবেশনের উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিহারবাসীর অত্যন্ত প্রিয় লিট্টি ও চোখা দেওয়ার ঘোষণা আগেই করেছিল ভারতীয় রেল আর এবার বাঙালির জন্য বড়সড় ঘোষণা। এবার থেকে সব মরসুমেই বাংলা থেকে যাতায়াতকারী ট্রেনগুলিতে মিলবে বাঙালির প্রিয় ঝাল মুড়ি (Jhal Muri) ও আলুর চপ (Aloor Chop)। হ্যাঁ, ঠিকই শুনেছেন এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। মূলত, রাজ্যের চাহিদা অনুযায়ী পৃথক স্বাদের আঞ্চলিক খাবারগুলিই এবার থেকে দেওয়া হবে ট্রেনে।

জানা গিয়েছে, কেন্দ্রের এই লক্ষ‌্যপূরণে উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে ক‌্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC)। রেল সূত্রে খবর, আপাতত এই খাবার চালু হচ্ছে দূরপাল্লার সাধারণ মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে। পরবর্তী ক্ষেত্রে রাজধানী (Rajdhani), শতাব্দী (Shatabdi), দুরন্ত এক্সপ্রেসের(Duronto Ecpress) মতো ট্রেনগুলিতেও এমন ব্যবস্থা চালু করা হবে। আইআরসিটিসি সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ‘আ-লা-কার্টে’ মেনু হিসাবেই এগুলিকে রাখা হয়েছে। সংস্থার তালিকায় দেখা যাচ্ছে, চিকেন কাটলেটের দাম রাখা হয়েছে ৮০ টাকা। সঙ্গে থাকবে দু’স্লাইস ব্রেড এবং বাটার চিপলেট। আলুর চপও দেওয়া হবে দুটো করে। সঙ্গে মিলবে ঘুগনিও। তবে এর দাম রাখা হয়েছে ৪০ টাকা। ১০০ গ্রাম ঝালমুড়ির দাম ধরা হচ্ছে ৩০ টাকা। কিন্তু প্রতিটির মূল্যই জিএসটি (GST) সমেত মেটাতে হবে যাত্রীদের।

জানা গিয়েছে, মোট ১৫টি খাবারকে বিভিন্ন জোনে চালু করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। বিভিন্ন জোনে খাবারের মধ্যে চপ কিংবা ঝালমুড়ি ছাড়াও রয়েছে ভেজ প্যাটিস, পিঁয়াজি, কচুরি, বড়া পাও, পেস্ট্রি, খিচুড়ি, রাইস ডালমা, চিকেন মোমো, স্প্রিং রোল প্রভৃতি। ইতিমধ্যে ট্রেনগুলিতে খাবার বিক্রির জন‌্য একটি সংস্থার সঙ্গে রেল চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version