Monday, August 25, 2025

ট্রেনের কোচে বসেই মুড়ি-চপের স্বাদ! বাঙালির ‘মনোরঞ্জনের’ চেষ্টা কেন্দ্রের

Date:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেকারণেই দেশবাসীর মন ছুঁতে দুরপাল্লার ট্রেনে রকমারি খাবার পরিবেশনের উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিহারবাসীর অত্যন্ত প্রিয় লিট্টি ও চোখা দেওয়ার ঘোষণা আগেই করেছিল ভারতীয় রেল আর এবার বাঙালির জন্য বড়সড় ঘোষণা। এবার থেকে সব মরসুমেই বাংলা থেকে যাতায়াতকারী ট্রেনগুলিতে মিলবে বাঙালির প্রিয় ঝাল মুড়ি (Jhal Muri) ও আলুর চপ (Aloor Chop)। হ্যাঁ, ঠিকই শুনেছেন এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। মূলত, রাজ্যের চাহিদা অনুযায়ী পৃথক স্বাদের আঞ্চলিক খাবারগুলিই এবার থেকে দেওয়া হবে ট্রেনে।

জানা গিয়েছে, কেন্দ্রের এই লক্ষ‌্যপূরণে উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে ক‌্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC)। রেল সূত্রে খবর, আপাতত এই খাবার চালু হচ্ছে দূরপাল্লার সাধারণ মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে। পরবর্তী ক্ষেত্রে রাজধানী (Rajdhani), শতাব্দী (Shatabdi), দুরন্ত এক্সপ্রেসের(Duronto Ecpress) মতো ট্রেনগুলিতেও এমন ব্যবস্থা চালু করা হবে। আইআরসিটিসি সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ‘আ-লা-কার্টে’ মেনু হিসাবেই এগুলিকে রাখা হয়েছে। সংস্থার তালিকায় দেখা যাচ্ছে, চিকেন কাটলেটের দাম রাখা হয়েছে ৮০ টাকা। সঙ্গে থাকবে দু’স্লাইস ব্রেড এবং বাটার চিপলেট। আলুর চপও দেওয়া হবে দুটো করে। সঙ্গে মিলবে ঘুগনিও। তবে এর দাম রাখা হয়েছে ৪০ টাকা। ১০০ গ্রাম ঝালমুড়ির দাম ধরা হচ্ছে ৩০ টাকা। কিন্তু প্রতিটির মূল্যই জিএসটি (GST) সমেত মেটাতে হবে যাত্রীদের।

জানা গিয়েছে, মোট ১৫টি খাবারকে বিভিন্ন জোনে চালু করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। বিভিন্ন জোনে খাবারের মধ্যে চপ কিংবা ঝালমুড়ি ছাড়াও রয়েছে ভেজ প্যাটিস, পিঁয়াজি, কচুরি, বড়া পাও, পেস্ট্রি, খিচুড়ি, রাইস ডালমা, চিকেন মোমো, স্প্রিং রোল প্রভৃতি। ইতিমধ্যে ট্রেনগুলিতে খাবার বিক্রির জন‌্য একটি সংস্থার সঙ্গে রেল চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version