Thursday, August 28, 2025

সুস্থ সমাজে নিরাপদে থাকতে পারবে নারী (Women Safety), ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই রবিবারের সকালে মহানগরীতে নারীর সুরক্ষার সোপান। রাজপথের পাঁচ কিলোমিটার জুড়ে মহিলাদের ম্যারাথনের আয়োজন করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

গত ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালিত হয়েছে। সেই দিনের কথা মাথায় রেখে নারীদের প্রতি সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের (Kolkata Police Athletic Club) তরফ থেকে আজ রবিবার ১২ মার্চ ২০২৩ ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হল ৫ কিমি কলকাতা উইমেন ম্যারাথন-২০২৩ (5 Km Kolkata Women Marathon 2023)। ছুটির সকালে এদিন ময়দান চত্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে শুরু করে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ম্যারাথন। রবিবারের এই  প্রতিযোগিতায় সমাজের বিভিন্ন স্তরের মহিলারা (Woman) অংশগ্রহণ করেন। প্রায় সকলেই দৌড় সম্পূর্ণ করেন। গোটা সপ্তাহ জুড়েই কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে ম্যারাথন আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে।

রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta), বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee), ক্রীড়াবিদ ও বোর্ড মেম্বার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly), ১৯৮১ বিশ্বকাপ ফুটবল ভারতীয় মহিলা দলের অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিপ্রা সর্দার, দ্বিতীয় শ্যামলী সিং, তৃতীয় হয়েছেন প্রতিমা টুডু। উপস্থিত বিশিষ্টরা বিজয়ীদের হাতে উপহারের চেক ও স্মারক তুলে দেন।

প্রসঙ্গত এদিনই সল্টলেকে স্টেডিয়ামে মহিলাদের জন্য ছিল একটি বিশেষ ম্যারাথন। শাড়ি পরে এই ম্যারাথনে যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। সব মিলিয়ে নারী দিবসের সপ্তাহে কলকাতা মহানগরীতে রবিবাসরীয় সকাল ছিল জমজমাট।

 

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version