Wednesday, May 21, 2025

অস্কার মঞ্চে ‘নাটু নাটু’র ঝলক দেখাবেন গটলিব ! বাড়ছে উন্মাদনা , তৈরি দীপিকা

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২৩ (95th Academy Awards) । বলিউড অভিনেত্রী হিসেবে অস্কারের মঞ্চে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার (95th Academy Awards) মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার পাড়ুকোনের (Deepika Padukone)। বৃহস্পতিবার রাতেই মুম্বই ছেড়েছেন নায়িকা। ফিফার (FIFA) মঞ্চে তাঁকে অন্য রূপে দেখেছিলেন ভারতবাসী। অস্কারে ঠিক কোন স্টাইলে ধরা দেন বলিউডের ‘পদ্মাবতী ‘, তা দেখার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তবে চমক এখানেই শেষ নয়। এই বছর অস্কারের মঞ্চে পারফর্ম করতে চলেছেন ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী, ‘ঝলক দিখলা যা সিজন ৬’ (Jhalak Dikhlaa Jaa season 6) রানার আপ, লরেন গটলিব (Lauren Gottlieb)। ভারতীয় ছবি ‘আর আর আর’-এর (RRR) ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানেই তাঁর নাচের অনুষ্ঠান।

শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে ‘অস্কার’ বিশেষ আলোচিত এবং সম্মানজনক পুরস্কার। ১৯২৯ সাল থেকে অস্কারের যাত্রা শুরু হয়। আমেরিকার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (American Academy of Motion Pictures Arts and Sciences) শিল্প, সাহিত্য, বিজ্ঞানের সমন্বয়ে চলচ্চিত্র নামে যে মাধ্যম গড়ে উঠেছে তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুরস্কার (Award) দিয়ে উৎসাহী করে তোলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অস্কারের (Oscar) যাত্রা শুরু। পুরস্কারটির নাম আসলে ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ (Academy Award of Merit), পদকটির নাম ‘অস্কার’। ভারতীয় সিনেমার সঙ্গে এই পুরস্কারের সম্পর্ক বেশ পুরনো। ভারতীয় চলচ্চিত্রের (Indian Film) ক্ষেত্রে ১৯৯১ সালে প্রথম ‘অস্কার’ পুরষ্কার পায় সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ (Pather Panchali)। ভানু আথাইয়া ১৯৮২ সালে ‘গান্ধী’ ছবিতে পোশাক পরিকল্পনার (Custom Designs) জন্য অস্কার পদক লাভ করেছিলেন। এর পর ২০০৯ সালে ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত হলিউডি ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য এ আর রহমান (AR Rahman)দু’টি অস্কার জয় করেন। গীতিকার হিসেবে গুলজারও অস্কার পুরষ্কার পেয়েছেন।

এই বছর অস্কারের মঞ্চে কতটা দাপট দেখাতে পারবে ‘ নাটু নাটু’ সেই নিয়েই চড়ছে প্রত্যাশার পারদ। লরেন নিজেই জানিয়েছেন তিনি এই গানে পারফর্ম করার ব্যাপারে যথেষ্ট উচ্ছ্বসিত। ২০১৩ সালের ‘এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স’ ছবি যাঁরা দেখেছেন , তাঁদের কাছে লরেন গটলিব (Lauren Gottlieb) অপরিচিত কেউ নন। তিনি যে কত বড় নৃত্যশিল্পী তার প্রমাণ বলিউড আগেই পেয়েছে। এবার হলিউড দেখবে ভারতীয় সিনেমার গানের জাদুতে কী ভাবে বিশ্বকে নাচানো যায়। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে মনোনীত হয়েছে ‘নাটু নাটু’ গানটি। RRR জুটি জুনিয়র এনটিআর ও রাম চরণ আপাতত মার্কিন মুলুকেই রয়েছেন। ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন ভারতীয় সিনেমার দর্শক। ‘অস্কার ২০২৩’ অনুষ্ঠিত হতে চলেছে ১২ মার্চ। অনুষ্ঠানটি ভারতে দেখা যাবে আমেরিকায় (America) সম্প্রচারিত হওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ১৩ মার্চ সোমবার।

একটা কথা না বললেই নয়, ভাগ্যে অস্কারের পদক উঠুক বা না উঠুক উপহারের ব্যাগের আকর্ষণও কিছু কম নয়। অস্কারের লাল গালিচায় কোন তারকা কী পোশাক পরে আসবেন, তা নিয়ে কৌতূহল থাকেই। তেমনই তারকাদের দেওয়া ওই ব্যাগটিতেও কী কী উপহার থাকছে, তাও জানতে চান অনেকে। দামি প্রসাধন, বিদেশ ভ্রমণের কুপন, দামি চকোলেট, বিলাসবহুল রেস্তরাঁর কুপন এমনকি ‘প্লাস্টিক সার্জারি’ করানোর কুপনও থাকে। যদি ভাগ্য ভালো হয় তাহলে কোনও কোনও বছর থাকে বিলাসবহুল দামি গাড়ির চাবিও। বহু মূল্য উপহার হাতে পেয়ে অস্কার হাতছাড়া হওয়ার দুঃখ অচিরেই ভুলে যাবেন আপনি।

spot_img

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...