Sunday, August 24, 2025

দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন যুগ। একসঙ্গে জুটি বেঁধে আর তাঁরা সামনে আসেননি। কিন্তু তাই বলে ভারতীয় দর্শক তাদের প্রিয় রাম-সীতাকে (Ram-Sita) কখনোই ভুলতে পারেননি। ছোটপর্দার রাম-সীতা প্রায় ৩৪ বছর পর খবরের শিরোনামে। অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এবার একসঙ্গে ‘ নোটিশ’ ধরালেন প্রদীপ গুপ্ত।

এত সময় ছিল যখন অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলাকে (Dipika Chikhlia) এক ঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর হতেন ভারতীয় দর্শকরা। দর্শকের কাছে আজও ‘রামায়ণ’ (Ramayana) মানেই রাম এবং সীতার চরিত্রে এই বিখ্যাত জুটি। টিভির পর্দায় ‘রামায়ণ’-এর (Ramayana) জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। যারা সেই সময়ে এই সিরিয়াল দেখতে পাননি তাঁদের কাছে ২০২০ সালে লকডাউনের সময় নতুন করে ধরা দেয় সেই পুরনো বিখ্যাত রামায়ণ। কী আশ্চর্য! এত বছর পরেও সেরা টিআরপি পেল রাম সীতার এই জুটি, ব্যাপক সাড়া মিলল দেশে। তবে অনেকেই আক্ষেপ করেছিলেন যে বিখ্যাত মহাকাব্যের উত্তরকাণ্ড ‘রামায়ণ’ সিরিয়ালে দেখানো হয়নি। অবশ্য অরুণ – দীপিকাকে শেষবার ১৯৮৯ সালে ‘লব কুশ’ সিরিয়ালে একসঙ্গে দেখা গিয়েছিল। মাঝে ৩৪ বছরের দীর্ঘ বিরতি। নিজেদের পেশাদার জীবনে এনারা দুজনেই আলাদা আলাদা কাজ করলেও জুটি হিসেবে দর্শক তাঁদের আর দেখতে পাননি। অপেক্ষার প্রহর গোনা এবার শেষ হল বুঝি। বলি পাড়ায় জল্পনা, সাড়ে তিন দশক পেরিয়ে সেই জুটিই এবার প্রদীপ গুপ্তর (Pradip Gupta) ছবি ‘নোটিশ’ – এ (Notice) কাজ করতে চলেছেন। এই প্রসঙ্গে প্রযোজক প্রতাপ সিং রঘুবংশী জানাচ্ছেন, ছবির গল্প বর্তমান সময়ের হলেও এর শিকড় রয়েছে রামায়ণেই। সেই কারণেই কি একসঙ্গে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত? অভিনেতা অরুণ গোভিল বলছেন এতদিন পর দীপিকার সঙ্গে কাজ করার সুযোগটা সত্যিই অসাধারণ। তবে এটাও ঠিক যে এই ছবি করতে তিনি রাজি হয়েছেন, কারণ তাঁর চরিত্রটিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে। দীপিকা বলছেন এই ছবির গল্পও রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত। তবে রাম সীতা জুটিকে একসঙ্গে আবার দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত দর্শক।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version