Satish Kaushik:হৃদরোগ নয়, অর্থের জন্য খু*ন সতীশ কৌশিক!

হৃদরোগ নয়, মাদক খাইয়ে খুন করা হয়েছে সতীশ কৌশিককে! বলিউডের ক্যালেন্ডারের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা। ১৫ কোটি টাকার জন্য নাকি তাঁর স্বামীই খুন করেছেন অভিনেতা-পরিচালক সতীশকে। পুলিশের কাছে এমনই বয়ান অভিযোগকারিণীর।

আরও পড়ুন:সতীশের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অনুপম

এ নিয়ে দিল্লি পুলিশ কমিশনারের কাছে ইতিমধ্যেই একটি চিঠিও পাঠিয়েছেন ওই মহিলা। অভিযোগ, “তাঁর স্বামীর থেকে সতীশ à§§à§« কোটি টাকা পেতেন। সেই টাকা তাঁর স্বামী দিতে চাননি। এদিকে সতীশ তাঁর কাছে টাকা ফেরৎ চেয়েছিলেন। তাঁর সন্দেহ, এরপরেই সতীশকে ওই বিশেষ ওষুধ খাইয়ে খুন করেছে বলে তাঁর স্বামী।”

সতীশ কৌশিকের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ তরফে জানানো হয়, সতীশ কৌশিক হোলির পরের দিন যে ফার্ম হাউসে উঠেছিলেন, সেখান থেকে সন্দেহজনক একটি ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ওই ওষুধগুলি কীসের জন্য ব্যবহার করা হয়েছিল, তা এখনও জানা যায়নি। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ২০১৯ সালে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। সতীশ কৌশিকের সঙ্গে তাঁর পরিচয় ছিল। এবং প্রয়াত অভিনেতা ভারত এবং দুবাইতে নিয়মিত ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতেন। তাঁর বক্তব্য, ২০২২-এর ২৩ অগাস্ট সতীশ দুবাইতে তাঁদের বাড়িতে আসেন। ওই ব্যবসায়ীর কাছে ১৫ কোটি টাকা ফেরৎ চান। অভিযোগকারিণী এও জানান, সেই সময় অভিনেতা ও তাঁর স্বামীর বাকযুদ্ধে তিনিও উপস্থিত ছিলেন। প্রবীণ অভিনেতা ভীষণ অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর অর্থের ভীষণ প্রয়োজন ছিল। তিনবছর আগে ব্যবসার খাতিরে তিনি ওই ব্যবসায়ীকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। সেটাই ফেরৎ চেয়েছিলেন কৌশিক। কথা কাটাকাটির সময় সতীশ এও জানান, তিন বছরে তাঁর টাকার বিনিয়োগ হয়নি। তিনি কোনও লভ্যাংশও পাননি। তিনি প্রতারিত।

দুবাইয়ের একটি পার্টি থেকে অভিযুক্ত ব্যবসায়ী ও কৌশিকের একটি ছবিও প্রশাসনকে তিনি দেখিয়েছেন। মহিলার অভিযোগ, পার্টিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছেলেও উপস্থিত ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, তাঁর স্বামী বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করেন। তিনি কৌশিককে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিগগিরিই টাকা শোধ করবেন। পরে কথায় কথায় স্ত্রীকে তিনি জানান, অতিমারির সময় তিনি কৌশিকের টাকা নষ্ট করে ফেলেছেন। অভিযোগ, দেনার দায়মুক্ত হতে এরপরেই তিনি খুনের ছক কষেন। তাই তাঁর ব্যবসায়ী স্বামীই সতীশের মৃত্যুর জন্য দায়ী বলে পুলিশের কাছে জানিয়েছেন ওই মহিলা।

তবে এ বিষয়ে পুলিশ আধিকারিকরা কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, খামারবাড়ির পার্টিতে যোগদানকারী ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।