Friday, August 22, 2025

ছাত্রের সঙ্গে স্থানীয়দের বচসার জের। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajsahi University)। পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এখনও পর্যন্ত কমপক্ষে ২৭০ জনের জখম (Injured) হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (Critical)। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সৈয়দপুর থেকে রাজশাহী আসেন সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্র। বাসে তার সঙ্গে সুপারভাইজার অভব্য আচরণ করে বলে অভিযোগ। এরপর বাস বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছলে পড়ুয়া বাসের সুপারভাইজারের (Supervisor) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তবে পড়ুয়ারা জানিয়েছেন, বাসে বসাকে কেন্দ্র করেই চালকের সহকারীদের সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করে। অভিযোগ, বচসা পরে হাতাহাতিতে গড়ায়। তার জেরেই স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন সংঘর্ষের সময় বিনোদপুর পুলিশ ফাঁড়িতে (Binodpur Police Station) আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন মুহূর্তের মধ্যে থানা সংলগ্ন বাজারেও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ফাঁড়িতে কারা আগুন দিয়েছে, তা এখন জানা যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোঁড়ে। এরপর প্রায় মধ্যরাতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন স্থানীয় দোকানদারও আহত হয়েছেন। তাদের বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

Related articles

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...
Exit mobile version